AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Shami: ১০ ওভার বল করতে পারবেন না, সামিকে ইংল্যান্ডের জন্য ভাবছে না বোর্ড?

India Tour of England: চোট সারিয়ে মাঠে ফিরেছেন তিনি। দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলেছেন। উইকেটও তুলেছেন। কিন্তু ইংল্যান্ড সফরে সেই মহম্মদ সামিকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুব কম। তাঁর যা শারীরিক অবস্থা, তাতে পুরো ১০ ওভার বল করার মতো জায়গায় নেই বাংলার পেসার। যে কারণে ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়ারই সম্ভাবনা বেশি সামির।

Mohammed Shami: ১০ ওভার বল করতে পারবেন না, সামিকে ইংল্যান্ডের জন্য ভাবছে না বোর্ড?
Mohammed Shami: ১০ ওভার বল করতে পারবেন না, সামিকে ইংল্যান্ডের জন্য ভাবছে না বোর্ড?Image Credit: PTI
| Edited By: | Updated on: May 23, 2025 | 1:57 PM
Share

কলকাতা: বিরাট কোহলি, রোহিত শর্মাকে আর লাল বলের টিমের দেখা যাবে না। নতুন নেতা হিসেবে উঠে আসছেন জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়াতেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ফলে আগ্রাসী ভারতকেই দেখা যাবে ইংল্যান্ড সফরে। কিন্তু বোলিংয়ে কি সেই ধার থাকবে? নিশ্চিত হওয়া যাচ্ছে না। গত কয়েক বছরে টেস্টে ভারতীয় পেস বোলিং ইউনিট কার্যত রাজত্ব করেছে। প্রাক্তন, বিশেষজ্ঞ নির্বিশেষে সকলেই স্বীকার করে নিয়েছেন, ভারতীয় পেস ইউনিট এই মুহূর্তে বিশ্বের সেরা। কিন্তু অস্ট্রেলিয়া সফর থেকেই বোলিং বিভাগ বুমরা কেন্দ্রীক হয়ে পড়েছে। বাকিরা তেমন ধারালো হয়ে উঠতে পারেননি। ইংল্যান্ড সফরেও কি তাই হতে চলেছে? সেই সম্ভাবনা দেখা যাচ্ছে।

চোট সারিয়ে মাঠে ফিরেছেন তিনি। দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলেছেন। উইকেটও তুলেছেন। কিন্তু ইংল্যান্ড সফরে সেই মহম্মদ সামিকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুব কম। তাঁর যা শারীরিক অবস্থা, তাতে পুরো ১০ ওভার বল করার মতো জায়গায় নেই বাংলার পেসার। যে কারণে ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়ারই সম্ভাবনা বেশি সামির। কাল, শনিবার ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করা হতে পারে। সামিকে ছাড়াই ভারতীয় দল ঘোষণা করা হবে, এমনটাই শোনা যাচ্ছে। বোর্ডের একটি সূত্র বলছে, ‘সামি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চার ওভার বল করেছে। কিন্তু বোর্ড বা নির্বাচকরা জানে না, ও একটা সারা দিনে ১০ ওভার বল করতে পারবে কিনা। ইংল্যান্ডের মাটিতে যে কোনও টেস্ট ম্যাচে একজন পেসারকে লম্বা স্পেল করতে হয়। সে কথা মাথায় রেখেই আমরা কোনও ঝুঁকি নিতে পারব না।’

২০২৩ সালে শেষ টেস্ট খেলেছেন সামি। তার পর থেকে লম্বা চোটের কবলে পড়েছিলেন। মাঠে ফিরেছেন ঠিকই, তবে আইপিএলে তেমন প্রভাব ফেলতে পারেননি। গতি বা লেন্থ- দুই ক্ষেত্রেই সামিকে দেখে মনে হয়নি ফর্মে আছেন। সামিকে নিয়ে যখন চিন্তা থাকছে, তেমনই আবার বুমরাকে পাঁচটা টেস্টে খেলানো যাবে না। তাঁর পুরনো চোটের জন্যই ধকল নিতে পারবেন না বলে মনে করা হচ্ছে। অর্শদীপ সিংয়ের টেস্ট অভিষেক হতে পারে। আকাশদীপ ও প্রসিধ কৃষ্ণাকেও নেওয়া হতে পারে টিমে।