Mohammed Siraj: কিউয়ি টেস্ট সিরিজের আগে আইনশৃঙ্খলা ‘হাতে’ তুলে নিলেন মহম্মদ সিরাজ
IND vs NZ: কয়েকদিন পর ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) ৩ টেস্টের সিরিজ শুরু হবে। সম্ভবত সেখানেই ফের দেখা যাবে হায়দরাবাদের তারকাকে। তার আগে অবশ্য আইনশৃঙ্খলা 'হাতে' তুলে নিলেন মহম্মদ সিরাজ।
কলকাতা: কয়েকদিন আগে বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে তাঁকে খেলতে দেখা গিয়েছিল। বর্তমানে চলতি ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) টি-২০ সিরিজের ভারতীয় স্কোয়াডে তিনি নেই। এ মাসেই রয়েছে টিম ইন্ডিয়ার মিশন কিউয়ি-বধ। ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) ৩ টেস্টের সিরিজে সম্ভবত ফের দেখা যাবে হায়দরাবাদের তারকাকে। তার আগে অবশ্য আইনশৃঙ্খলা ‘হাতে’ তুলে নিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। জানেন হঠাই এমনটা কী ভাবে করতে পারলেন ভারতীয় পেসার?
ঠিক যে ভাবে আইনশৃঙ্খলা ‘হাতে’ তুলে নিলেন মহম্মদ সিরাজ? বছর ত্রিশের মহম্মদ সিরাজকে তেলঙ্গনা পুলিশের পক্ষ থেকে আজ, শুক্রবার ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য সিরাজকে এর আগে সরকারি চাকরি দেওয়ার কথা জানিয়েছিলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী। টি-২০ বিশ্বকাপ জেতার পর সিরাজ মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির বাসভবনে গিয়েছিলেন। সেই সময় সিরাজকে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী সরকারি চাকরির পাশাপাশি হায়দরাবাদে তাঁকে বাড়ি তৈরির জন্য জমি দেওয়ার কথাও জানিয়েছিলেন।
DGP of Telangana congralutated the new DSP Mohammed Siraj. 🔥 pic.twitter.com/71hALh94J0
— Johns. (@CricCrazyJohns) October 11, 2024
ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান ও সাফল্যের জন্য এ বার সিরাজ সেই মতো পেলেন উচ্চপদস্থ গ্রুপ-১ সরকারি পদের চাকরি। এর আগে এ বছর তেলঙ্গনা সরকার দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিনকে বক্সিং দুনিয়ায় তাঁর সাফল্যের জন্য ডিএসপির (স্পেশাল পুলিশ) দায়িত্ব দিয়েছিল।
সিরাজ বর্তমানে জাতীয় দলের দায়িত্বে নেই। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ২টি টেস্টে তিনি মোট ৪টি উইকেট নেন। এ বার তাঁকে হয়তো ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলা ভারত-নিউজিল্যান্ড টেস্টে অ্যাকশনে দেখা যাবে। এখনও অবধি বোর্ডের পক্ষ থেকে এই টেস্ট সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়নি।