
কলকাতা: মিয়াঁ ম্যাজিক ভ্যানিশ! এ বারের আইপিএলে (IPL) মহম্মদ সিরাজের (Mohammed Siraj) পারফরম্যান্স দেখলে এ কথা বলতে বাধ্য হচ্ছেন তাঁর অনুরাগীরা। ১৭তম আইপিএলে এখনও অবধি ৬টি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাতে আরসিবির (RCB) তারকা বোলার সিরাজের প্রাপ্তি মাত্র ৪ উইকেট। প্রতি ম্যাচেই প্রচুর রান খরচ করেছেন সিরাজ, কিন্তু ঝুলিতে উইকেট আসেনি। কেন এমনটা হচ্ছে তারকা বোলারের সঙ্গে? তিনি নিজেও হয়তো উত্তর হাতড়ে বেড়াচ্ছেন। এই পরিস্থিতিতে ব্রায়ান লারা ও হরভজন সিং দুই কিংবদন্তি দাবি তুললেন সিরাজকে বিশ্রাম দেওয়ার। ঠিক কী বললেন তাঁরা?
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সিরাজ ৩৭ রান দিয়েছিলেন। কোনও উইকেট পাননি। তারপরই হরভজন সিং বলেন, ‘আমি যদি আরসিবি ম্যানেজমেন্টের অংশ হতাম, তা হলে ওকে ২-১টা ম্যাচে বিশ্রাম দিতাম। ঠিক কোথায় ওর ভুল হচ্ছে সেটা খুঁজে বের করার সুযোগ দিতাম। টেস্ট ক্রিকেট হোক কিংবা ওয়ান ডে ক্রিকেট এবং এই টি-২০ ফর্ম্যাট, সবেতেই ও নতুন বলে উইকেট নিত। ভারতীয় টিমের এবং আরসিবির জন্য ও একজন চ্যাম্পিয়ন বোলার। কিন্তু আমার মনে হচ্ছে ও নিজের সেরাটা তুলে ধরতে পারছে না।’
ভাজ্জি একইসঙ্গে বলেন, ‘আমার মনে হচ্ছে ও ভীষণ ক্লান্ত। ও মানসিক, শারীরিক কোনও দিক থেকেই খেলার মধ্যে নেই। ওর বিশ্রামের প্রয়োজন। ও প্রচুর ক্রিকেট খেলছে। ইংল্যান্ডের বিরুদ্ধে আইপিএলের আগে ৪টে টেস্টে খেলেছে। অনেক ওভার বোলিং করেছিল। ওকে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত লাগছে। তাই আমার মনে হয় ওকে সময় দেওয়াটা জরুরি। আমি নিশ্চিত সিরাজ তা হলে শক্তিশালী হয়ে ফিরবে।’
সিরাজের পারফরম্যান্স নিয়ে ভাজ্জির সুরেই সুর মিলিয়েছেন কিংবদন্তি ব্রায়ান লারাও। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেছেন, ‘ওকে কয়েকটা ম্যাচে বিশ্রাম দেওয়া উচিত। আরসিবি টিমে খারাপ বোলার নেই। টপলি রয়েছে, সিরাজ রয়েছে। ওরা আন্তর্জাতিক বোলার। আমার মনে হচ্ছে কিছু তো একটা ভুল হচ্ছেই আরসিবি টিমে। ওরা গেম প্ল্যান সঠিক ভাবে কাজে লাগাতে পারছে না।’ ২০২৩ সালের আইপিএলে সিরাজ ১৪টি ম্যাচে ১৯টি উইকেট নিয়েছিলেন। এ বার তাঁর সেই ছন্দটা নেই। শীঘ্রই সিরাজের ছন্দ ফিরুক সেই কামনাই করছেন হরভজন-লারা থেকে শুরু করে তাঁর অনুরাগীরা।