Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Siraj: একাই ৫ উইকেট সাবাড়! বল করেই বাউন্ডারির দিকে দৌড়ালেন মহম্মদ সিরাজ

Asia Cup 2023 Final, IND vs SL: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চলছে এশিয়া কাপ ফাইনাল। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তাঁর এই সিদ্ধান্ত যে সঠিক ছিল না, তা কার্যত প্রথম ৫ ওভারের মধ্যেই বুঝিয়ে দিলেন ভারতীয় তারকা মহম্মদ সিরাজ।

Mohammed Siraj: একাই ৫ উইকেট সাবাড়! বল করেই বাউন্ডারির দিকে দৌড়ালেন মহম্মদ সিরাজ
Mohammed Siraj: একাই ৫ উইকেট সাবাড়! বল করেই বাউন্ডারির দিকে দৌড়ালেন মহম্মদ সিরাজ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 5:31 PM

কলম্বো: এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2023 Final) একাই একশো মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। W 0 W W 4 W… এখানেই শেষ নয়। ভারতের অন্যতম সেরা পেসার মহম্মদ সিরাজ মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উইকেট নেওয়ার জন্য মুখিয়ে আছেন। শ্রীলঙ্কাকে তছনছ করার সংকল্প নিয়ে যেন মাঠে নেমেছেন তিনি। এক ওভারে মাত্র ৪ রান দিয়ে চার উইকেট নেওয়ার পর সিরাজ থেমে থাকেননি। তাড়াতাড়ি ফাইফারও (৫ উইকেট) পূর্ণ করে ফেলেন সিরাজ। তাঁর কোটা পূরণ হওয়ার আগে যে আর অঘটন ঘটাবেন না, কে বলতে পারে! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি ৫ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ। তিনে নামা কুশল মেন্ডিস ছাড়া শ্রীলঙ্কার টপ অর্ডারকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছেন সিরাজ-বুমরা। ইনিংসের প্রথম ওভারে শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কা দেন জসপ্রীত বুমরা। এরপর দায়িত্ব নিয়ে একের পর এক উইকেট তুলে নিতে থাকেন সিরাজ। চতুর্থ ওভারে সিরাজ যা জাদু দেখালেন, তা ভোলার নয়।

চতুর্থ ওভারের প্রথম বলে সিরাজ তুলে নেন পাথুম নিশঙ্কার (২) উইকেট। রবীন্দ্র জাডেজা ডানদিকে লাফ দিয়ে দু’হাত দিয়ে ক্যাচ ধরে নেন। পরের বলটা ডট হয়। এরপর ওভারের তৃতীয় বলে সাদিরা সমরবিক্রমা এলবিডব্লিউ হয়ে ফেরেন। রিভিউ নিয়েছিলেন। কাজে লাগেনি। পরের বলেই চরিথ আসালঙ্কাকে ফেরান সিরাজ। কভারে ক্যাচ নেন ঈশান কিষাণ। শূন্যে ফেরেন আসালঙ্কা। এর পরের বল ধনঞ্জয় ডি সিলভা মিড অনের দিকে মারেন। তিন উইকেট নিয়ে এত উত্তেজিত ছিলেন সিরাজ যে, বল করে তিনি দৌড় লাগান বাউন্ডারি আটকাতে। তাঁর সঙ্গে দৌড়ান ঈশান কিষাণও। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি বিরাট কোহলি। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অবশ্য এই বলে চার হয়।

সিরাজ চতুর্থ ওভার শেষ করেন ধনঞ্জয় ডি সিলভার (৪) উইকেট নিয়ে। এরপর ষষ্ঠ ওভারে অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড আউট করেন সিরাজ। মাত্র ১২ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। শুরুর ৬ ওভারের মধ্যে যে ভাবে বল হাতে ভেলকি দেখালেন সিরাজ, তাতে শ্রীলঙ্কান ভক্তরা ভাবছেন, দল ৫০ রানও স্কোরবোর্ডে তুলতে পারবে তো?

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'