Ranji Trophy: অভিষেকের লড়াই ব্যর্থ, ৭ উইকেট সাবাড় করে ‘মোহিত’ করলেন অবস্তি
Bengal vs Mumbai: বড় লিড থাকায় বাংলাকে ফলো অন করিয়েছিল মুম্বই। নক আউটের রাস্তা খোলা রাখতে হলে এই ম্যাচ জিততেই হত বাংলাকে। ফলো অন খেয়েও দ্বিতীয় ইনিংসে অনবদ্য প্রত্যাবর্তন করেছিল বাংলা। কিন্তু শেষ অবধি মোহিত অবস্তির ৭ উইকেটে নাস্তানাবুদ হতে হল বাংলাকে।
কলকাতা: ঘরের মাঠে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে অপ্রত্যাশিত হারের মুখ দেখতে হল বাংলাকে (Bengal Cricket)। ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে এক ইনিংসে এবং ৪ রানে হারল মন্ত্রীমশাইয়ের বাংলা। বড় লিড থাকায় বাংলাকে ফলো অন করিয়েছিল মুম্বই। নক আউটের রাস্তা খোলা রাখতে হলে এই ম্যাচ জিততেই হত বাংলাকে। ফলো অন খেয়েও দ্বিতীয় ইনিংসে অনবদ্য প্রত্যাবর্তন করেছিল বাংলা। কিন্তু শেষ অবধি মোহিত অবস্তির ৭ উইকেটে নাস্তানাবুদ হতে হল বাংলাকে।
প্রথম ইনিংসে ১৯৯ রানে অলআউট হয়েছিল বাংলা। ১০৮ রানে অপরাজিত ছিলেন অনুষ্টুপ মজুমদার। আজ, রবিবার বাংলাকে ফলো অন করায় মুম্বই। প্রথম উইকেটে সৌরভ পাল ও শ্রেয়াংস ঘোষের জুটিতে ওঠে ২৯ রান। এরপর দ্বিতীয় উইকেটে শ্রেয়াংস ঘোষ ও সুদীপ কুমার ঘরামি তোলেন ১৫ রান। শ্রেয়াংস ও সৌরভের উইকেট তুলে নেন মুম্বইয়ের মোহিত অবস্তি। এরপর সুদীপকে ফেরান রয়স্টোন। এরপর মাঠে নামেন প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো অনুষ্টুপ। কিন্তু অবস্তির ‘মোহিত’ করা বোলিংয়ে বোল্ড আউট হয়ে ১৪ রানে ফেরেন অনুষ্টুপ। অধিনায়ক মনোজ তিওয়ারি প্রথমে অনুষ্টুপের সঙ্গে এবং তারপর অভিষেক পোড়েলের সঙ্গে জুটিতে যথাক্রমে তোলেন ১৬ ও ৫২ রান। বাংলার নেতা মনোজকে (২৬) ফেরান তনুশ।
একদিকে একের পর এক উইকেট হারালেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন অভিষেক। ষষ্ঠ উইকেটে করণ লালের সঙ্গে অভিষেক জুটিতে তোলেন ৫৮ রান। ছন্দে থাকা অভিষেকের উইকেট তোলেন মোহিত। ১৫টি চার মেরে ৮২ রানের ইনিংস উপহার দেন অভিষেক পোড়েল। ১৬ ওভার বল করে ৫২ রান দিয়ে মোট ৭টি উইকেট ঝুলিতে ভরেছেন মোহিত। আর ১টি করে উইকেট পেয়েছেন রয়স্টোন, তনুশ ও অথর্ব।
চলতি রঞ্জিতে ৫ ম্যাচ খেলে এই প্রথম হারের মুখ দেখল বাংলা। আপাতত বি-গ্রুপের তিন নম্বরে বাংলা। আর ৫ ম্যাচে ৪টি জয় ও ১টি হারের পরও শীর্ষস্থান ধরে রেখেছে মুম্বই। ঝুলিতে রয়েছে ২৭ পয়েন্ট। এই ম্যাচ বাংলা হারায় কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হল।