AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GT vs SRH: অনবদ্য মোহিত, রেকর্ড গড়া সানরাইজার্সকে ১৬২ রানেই আটকে রাখল টাইটান্স

GT vs SRH IPL 2024: দিনের ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স। গত ম্যাচে বিধ্বংসী ব্যাটিংয়ের পর এই আত্মবিশ্বাস দেখানোটা জরুরি ছিল। শুরুটা মন্দ হয়নি। যদিও গুজরাট টাইটান্স বোলাররাও দ্রুত ঘুরে দাঁড়ায়। সবচেয়ে বড় সাফল্যটা বোধ হয় রশিদ খানের। বিধ্বংসী ফর্মে থাকা হেনরিখ ক্লাসেনকে ফিরিয়ে সানরাইজার্সের দাপট থামিয়ে দেন। গ্রাউন্ড ফিল্ডিংয়েও অনবদ্য রশিদ।

GT vs SRH: অনবদ্য মোহিত, রেকর্ড গড়া সানরাইজার্সকে ১৬২ রানেই আটকে রাখল টাইটান্স
Image Credit: IPL
| Updated on: Mar 31, 2024 | 5:33 PM
Share

আগের ম্যাচে ঘরের মাঠে আইপিএলে রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। ২০১৩ সালের সেই রেকর্ড ভেঙে দিয়েছে সানরাইজার্স। ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচেই ২৭৭ রানের বিশাল স্কোর। তাদের আটকানো বিশাল চ্যালেঞ্জ ছিল গুজরাট টাইটান্সের কাছে। গুজরাট বোলিং গত দু-ম্যাচে ভালো পারফর্ম করলেও হতাশা ছিল অভিজ্ঞ রশিদ খানকে নিয়ে। আমেদাবাদে রশিদ এবং বাকিদের অনবদ্য বোলিংয়ে সানরাইজার্সকে মাত্র ১৬২ রানে আটকে রাখল টাইটান্স। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দিনের ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স। গত ম্যাচে বিধ্বংসী ব্যাটিংয়ের পর এই আত্মবিশ্বাস দেখানোটা জরুরি ছিল। শুরুটা মন্দ হয়নি। যদিও গুজরাট টাইটান্স বোলাররাও দ্রুত ঘুরে দাঁড়ায়। সবচেয়ে বড় সাফল্যটা বোধ হয় রশিদ খানের। বিধ্বংসী ফর্মে থাকা হেনরিখ ক্লাসেনকে ফিরিয়ে সানরাইজার্সের দাপট থামিয়ে দেন। গ্রাউন্ড ফিল্ডিংয়েও অনবদ্য রশিদ।

শুরুতে বিধ্বংসী অভিষেক শর্মাকে ফেরানোর পাশাপাশি স্লগ ওভারে অনবদ্য বোলিং অভিজ্ঞ পেসার মোহিত শর্মার। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন মোহিত। শেষ দিকে আব্দুল সামাদের ক্যামিও ইনিংস সানরাইজার্সকে ভরসা দেয়। ১৪ বলে ২৯ রান করেন সামাদ। সানরাইজার্সের মতো বিধ্বংসী ফর্মে থাকা দলকে ১৬২ রানে আটকে রাখা টাইটান্সের কাছে যথেষ্ঠ কৃতিত্বের।