Virat Kohli: অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি, হোম গ্রাউন্ডেই অপেক্ষা
IPL 2025, Royal Challengers Bengaluru: বছরের পর বছর ধরে আইপিএল ও বাউন্ডারি মারা সমার্থক শব্দ হয়ে উঠেছে। যেখানে বেশ কয়েকজন সুপারস্টার বছরের পর বছর ধরে সেই তালিকায় আধিপত্য বিস্তার করে আসছেন। ওই তালিকার শীর্ষে কারা রয়েছেন?

কলকাতা: আইপিএল মানেই ছয়-চারের বন্যা। আইপিএল মানেই যেন রানের ফুলঝুরি। ভারতীয় ক্রিকেটারই হোক কিংবা বিদেশি। হার্ড-হিটিংয়ের জন্য বিখ্যাত অনেকেই। ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিং প্রতি মরসুমেই উঠে আসছেন তারকারা। তারুণ্য যেন চোখ ঝলসে দিচ্ছে। তরুণরা যেমন আছেন, সিনিয়ররাও কিন্তু রয়েছেন। বছরের পর বছর ধরে আইপিএল ও বাউন্ডারি মারা সমার্থক শব্দ হয়ে উঠেছে। যেখানে বেশ কয়েকজন সুপারস্টার বছরের পর বছর ধরে সেই তালিকায় আধিপত্য বিস্তার করে আসছেন। ওই তালিকার শীর্ষে কারা রয়েছেন?
তিনি আর কেউ নন, বিরাট কোহলি। এক নির্দিষ্ট ভেনুতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে তাঁর। বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে গেইলের ১২৭টি ছক্কার সুবিশাল রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছেন বিরাট। আইপিএলে ছয় মারার তালিকায় গেইল এবং রোহিত শর্মার পরেই ঢুকে পড়েছেন বিরাট। এ বারের আইপিএলে চমৎকার ছন্দে ভিকে। চার-ছয়ের বন্যাও বইয়ে দিচ্ছেন। তালিকায় কি আরও উঠবেন তিনি?
টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন সম্প্রতি। ৩৬ বছরের বিরাট মেরেছেন ৭২০টি চার। তাঁর সামনে শিখর ধাওয়ান। ৭৬৮টি চার মেরে শীর্ষে। তবে কোহলি আইপিএলে নতুন রেকর্ডের মুখে। বল বাউন্ডারির বাইরে পাঠালেই হব। ১০০০টি বাউন্ডারি মারলে অনন্য রেকর্ড করে ফেলবেন। ৯৯৮টি চার-ছয় বেরিয়েছে ব্যাট থেকে। আরও গভীরে গিয়ে বললে, ২৭৮টি ছয় এবং ৭২০টি চার। এই রেকর্ড যে অচিরেই হবে, সন্দেহ নেই। হয়তো আজই। দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে আজ সন্ধেয় খেলতে নামছেন বিরাট। ফর্মে থাকলে চার-ছয়ের বন্যা বইয়ে দেবেন। আর তাতেই পালকে জুড়ে যাবে নতুন পালক।
