MS Dhoni New Look: আনক্যাপড প্লেয়ার হিসেবেই খেলবেন ধোনি! নতুন হেয়ারস্টাইলে জল্পনা তুঙ্গে
IPL 2025, CSK: অবসর নেওয়া ক্রিকেটারদের জন্য আইপিএলের শুরুর দিকে একটি নিয়ম ছিল। যদিও সেটি কাজে না লাগায় তুলে দেওয়া হয়েছিল। ফেরানো হয়েছে সেই 'আনক্যাপড' প্লেয়ার নিয়ম। মহেন্দ্র সিং ধোনি কি আনক্যাপড প্লেয়ার হিসেবেই খেলবেন?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরসুমেও কি খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? অবসর নিয়ে পরিষ্কার কোনও বার্তা দেননি দেশের তথা আইপিএলের ইতিহাসে সফলতম ক্যাপ্টেন। সময় নিতে চেয়েছেন। আগামী আইপিএলের রিটেনশন নিয়ম জানিয়ে দিয়েছে গভর্নিং কাউন্সিল এবং ভারতীয় ক্রিকেট বোর্ড। অবসর নেওয়া ক্রিকেটারদের জন্য আইপিএলের শুরুর দিকে একটি নিয়ম ছিল। যদিও সেটি কাজে না লাগায় তুলে দেওয়া হয়েছিল। ফেরানো হয়েছে সেই ‘আনক্যাপড’ প্লেয়ার নিয়ম। মহেন্দ্র সিং ধোনি কি আনক্যাপড প্লেয়ার হিসেবেই খেলবেন? নতুন হেয়ারস্টাইল ঘিরে এমনই জল্পনা।
নিয়ম অনুযায়ী, পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলা, অবসর নেওয়া, স্কোয়াডে থাকলেও গত শেষ পাঁচ বছরে একাদশে জায়গা না পাওয়া ক্রিকেটাররা আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলতে পারেনি। ধোনির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে। ফলে তাঁকে মাত্র ৪ কোটিতেই রিটেন করতে পারবে চেন্নাই সুপার কিংস। ধোনিকে প্লেয়ার কিংবা কোচিং, কোন ভূমিকায় দেখা যাবে নিশ্চিত নয়। হেয়ারস্টাইলে যেন বার্তা দিলেন, আনক্যাপড প্লেয়ার হিসেবে আগামী আইপিএলে খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে।
আইপিএলের গত সংস্করণে ফিনিশারের ভূমিকাতেই দেখা গিয়েছে ধোনিকে। লোয়ার অর্ডারে ব্যাট করেছেন। কোনও ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই হয়নি। আবার কোনও ম্যাচে তিন বলের জন্য ব্যাট হাতে নেমেছেন। একটা জিনিস কমন ছিল, মূলত বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতেই রান তুলেছেন। তাঁর যা ফিটনেস, আরও এক মরসুম না খেলার কোনও কারণ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারের শুরু থেকে লম্বা চুলের ধোনিকে দেখতেই অভ্যস্ত সকলে। মাঝে দু-একবার পরিস্থিতি হেরফের হয়েছে। গত মরসুমেও বড় চুল রেখেছিলেন। এ বার হঠাৎই ছোট চুলের নতুন স্টাইল। ঠিক যেন কৈশোরে ফিরে গিয়েছেন! এর থেকেই জল্পনা, আগামী মরসুমে ‘আনক্যাপড’ ধোনিকেই দেখা যেতে পারে।
View this post on Instagram