Rishabh Pant ভিডিয়ো: ‘ভাই’-এর বোনের বিয়ে, জমিয়ে নাচ মহেন্দ্র সিং ধোনি-সুরেশ রায়নার

IPL 2025, MS Dhoni: সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসও নামতে চলেছে। তৃতীয় দিন অর্থাৎ ২৪ মার্চ যাত্রা শুরু করছে লখনউ সুপার জায়ান্টস। তাদের নতুন ক্যাপ্টেন ঋষভ পন্থ। বাড়তি নজর থাকবে সবচেয়ে দামি ঋষভের দিকে।

Rishabh Pant ভিডিয়ো: ভাই-এর বোনের বিয়ে, জমিয়ে নাচ মহেন্দ্র সিং ধোনি-সুরেশ রায়নার
Image Credit source: PTI FILE

Mar 12, 2025 | 9:56 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে ২২ মার্চ। কলকাতার ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। সে দিন ডাবল হেডার রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসও নামতে চলেছে। তৃতীয় দিন অর্থাৎ ২৪ মার্চ যাত্রা শুরু করছে লখনউ সুপার জায়ান্টস। তাদের নতুন ক্যাপ্টেন ঋষভ পন্থ। বাড়তি নজর থাকবে সবচেয়ে দামি ঋষভের দিকে।

সদ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। স্কোয়াডে ছিলেন ঋষভ পন্থও। তাঁকে অবশ্য এক ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি। টেস্টে ভারতীয় দলে নিয়মিত পন্থ। ওয়ান ডে-তে কিপার ব্যাটার হিসেবে লোকেশ রাহুলই প্রথম পছন্দ। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। কয়েক দিন বিশ্রাম নিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতিতে নেমে পড়বেন। এর মাঝেই ঋষভ পন্থের বাড়িতে উৎসবের মেজাজ। তাতে সামিল মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়নার মতো তারকা ক্রিকেটারও।

ঋষভ পন্থের বোনের বিয়ে। সেই অনুষ্ঠানেই জমিয়ে নাচলেন মহেন্দ্র সিং ধোনি, রায়না। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঋষভ পন্থের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির সুসম্পর্কের কথা কারও অজানা নয়। ধোনিকে গুরু মানেন পন্থ। তাঁদের দাদা-ভাইয়ের সম্পর্ক। শুধুমাত্র ক্রিকেট নয়, ব্যক্তিগত সম্পর্কও খুব ভালো। পন্থের বাড়ির অনুষ্ঠানে পরিবার সহ ছিলেন ধোনি।