
কলকাতা: অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের মুখে ক্যাপ্টেন কুলের প্রসঙ্গ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এমএস ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক রিকি পন্টিং। ধোনির পারফরম্যান্স, ব্যাটিং পজিশন এবং এই মরসুমে চেন্নাই সুপার কিংসের পর পর হার নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিতর্ক হচ্ছে প্রচুর। পঞ্জাব কিংসের হেড কোচের দায়িত্বে থাকা পন্টিং সিএসকে-র পরিকল্পনাকে সম্পূর্ণ সমর্থন করেন। বিশ্বকাপজয়ী প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনের মন্তব্য, আইপিএলে ধোনি তাঁর সাফল্যের জন্য চিরকাল আলোচনায় থেকে যাবেন।
উইকেট কিপার হিসেবে ধোনির পারফরম্যান্স নজরকাড়া। উইকেটরক্ষক ধোনি এখনও মুগ্ধ করে চলেছেন। পন্টিং বলেছেন, “ওর কিপিং খারাপ হচ্ছে না। বরাবরের মতো পারফর্ম করছে। স্পিনারদের বিরুদ্ধে স্ট্যাম্পের পিছনে দাঁড়িয়ে বিদ্যুৎ গতিতে স্ট্যাম্প উড়িয়ে সাজঘরে ফিরিয়েছে।” সিএসকে-এর প্রশংসাও করেছেন তিনি। আরও যোগ করেছেন যে ধোনি সাম্প্রতিক বছরগুলিতে আগের থেকে দলে “ভূমিকা কমেছে” তবে মাহি আইপিএলে এখনও বিপজ্জনক।
আইপিএলে ধোনির ভবিষ্যৎ সর্ম্পকে পন্টিং বলেছেন, “ব্যাট হাতে ধোনি যদি ম্যাচে প্রভাব ফেলতে পারে,তাহলে এই বয়সেও খেলতেই পারে। যদি তাঁর ব্যাটিং করার দক্ষতা কমতে থাকে, তাহলে ওর অবসরের কথা ভাবা দরকার।”
ধোনি সম্প্রতি একটি পডকাস্টে স্পষ্ট করে বলেছেন যে, তিনি এখনও তাঁর আইপিএল ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নেননি। মাহি জানিয়েছে, “আমি এখনও আইপিএল খেলছি। আমি আরও একটা বছর খেলতে চাই কিনা, তা সিদ্ধান্ত নেওয়ার জন্য হাতে ১০মাস সময় আছে। এবং এটা আমার সিদ্ধান্ত নয়। আমার শরীরের উপর নির্ভর করছে।” ব্যাট হাতে এখনও পর্যন্ত তেমন সফল নন। তাঁর স্ট্রাইকরেট ১৩৮.১৮। যা আগের তুলনায় বেশ কম।