AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: বিরিয়ানির প্রতি অগাধ প্রেম… রাতারাতি হোটেল ছেড়েছিলেন ধোনি, মনে পড়ে সেই গল্প?

CSK: বর্তমানে চেন্নাই সুপার কিংস টিম রয়েছে হায়দরাবাদে। আজ, শুক্রবার রাতে উপ্পলে রয়েছে ইয়েলোব্রিগেড আর অরেঞ্জ আর্মির লড়াই। হায়দরাবাদে সিএসকের (CSK) ক্রিকেটাররা আর অম্বাতি রায়ডু দলের ক্রিকেটারদের বিরিয়ানি খাওয়াবেন না, তেমনটা কখনও হয়নি। এ বারও সিএসকের সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য অম্বাতি রায়ডুর বাড়ি থেকে বিরিয়ানি এসেছিল।

MS Dhoni: বিরিয়ানির প্রতি অগাধ প্রেম... রাতারাতি হোটেল ছেড়েছিলেন ধোনি, মনে পড়ে সেই গল্প?
MS Dhoni: বিরিয়ানির প্রতি অগাধ প্রেম... রাতারাতি হোটেল ছেড়েছিলেন ধোনি, মনে পড়ে সেই গল্প?
| Updated on: Apr 05, 2024 | 5:50 PM
Share

কলকাতা: হায়দরাবাদ শহরটা নানা কারণে বিখ্যাত। আর সেখানকার বিরিয়ানি নিয়ে না বললেই নয়। নিজামের শহরে যে একবার যান, যদি বিরিয়ানি না খান, তার থেকে বড় মিস কিছু হয় না। বর্তমানে চেন্নাই সুপার কিংস টিম রয়েছে হায়দরাবাদে। আজ, শুক্রবার রাতে উপ্পলে রয়েছে ইয়েলোব্রিগেড আর অরেঞ্জ আর্মির লড়াই। হায়দরাবাদে সিএসকের (CSK) ক্রিকেটাররা আর অম্বাতি রায়ডু দলের ক্রিকেটারদের বিরিয়ানি খাওয়াবেন না, তেমনটা কখনও হয়নি। এ বারও সিএসকের সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য অম্বাতি রায়ডুর বাড়ি থেকে বিরিয়ানি এসেছিল। মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) এক কথায় বলা যায় বিরিয়ানি লাভার। ৪৩-এর ধোনি নিজেকে ফিট রাখার জন্য নানা খাবার খাদ্যতালিকা থেকে বাদ দিয়েছেন। কিন্তু সুযোগ পেলেই কব্জি ডুবিয়ে বিরিয়ানি খান মাহি। এই হায়দরাবাদেই ধোনির সঙ্গে জড়িয়ে রয়েছে বিরিয়ানি নিয়ে এক গল্প।

সালটা ২০১৪। চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্টের জন্য সেই সময় হায়দরাবাদে ছিল চেন্নাই সুপার কিংস টিম। কেকেআরের বিরুদ্ধে সিএসকের এক ম্যাচের আগে হঠাৎই দলবল নিয়ে টিম হোটেল ছেড়েছিলেন ধোনি। হায়দরাবাদের এক পাঁচতারা হোটেলে সে বার উঠেছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। বিরিয়ানি খাওয়া নিয়ে বিপত্তি তৈরি হওয়ায় রাতারাতি টিম হোটেল ছেড়েছিল সিএসকে।

বছর দশেক আগে অম্বাতি রায়ডু মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতেন। কিন্তু সে বার চেন্নাই সুপার কিংস টিমের জন্য রায়ডুর বাড়িতে বিরিয়ানি তৈরি হয়েছিল। এবং তা সিএসকের টিম হোটেলে পাঠানো হয়েছিল। কিন্তু ওই টিম হোটেলে বাইরের খাবার নিয়ে প্রবেশের অনুমতি ছিল না। যে কারণে মহেন্দ্র সিং ধোনি তাঁর টিমের সকলকে নিয়ে অন্য হোটেলে চলে যান। হঠাৎ করে টিম হোটেল বদলের কারণ নিয়ে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। কিন্তু ওই সময় শোনা গিয়েছিল বিসিসিআইয়ের পক্ষ থেকেও ওই টিম হোটেলে ১৮০টি রুম বুক করা হয়েছিল। তড়িঘড়ি তা-ও ক্যান্সেল করা হয়েছিল। ধোনিভক্তদের মুখে মুখে অবশ্য ঘোরে রায়ডুর বাড়িতে বানানো বিরিয়ানি সেই হোটেলে খাওয়ার অনুমতি না পাওয়ায় ধোনিরা সেখান থেকে চলে গিয়েছিলেন। রায়ডু গত বছরের আইপিএল খেলে অবসর নিয়েছেন। কিন্তু সিএসকে ক্রিকেটারদের বিরিয়ানি খাওয়ানোর রীতি বজায় রেখেছেন।