ক্যাপ্টেন কুল। মহেন্দ্র সিং ধোনিকে সারা বিশ্ব চেনে এই নামেই। তাঁকে মেজাজ হারাতে দেখা মানে পৃথিবীর অন্যতম আশ্চর্যের বিষয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এমন দৃশ্যই দেখা গিয়েছিল। যা ধোনির থেকে একেবারেই অপ্রত্যাশিত। মহেন্দ্র সিং ধোনি নিজেও সেই ঘটনা নিয়ে অনুতপ্ত। অন্তত তাঁর কথায় এমনটাই বলা যায়। ঘটনাটি যদিও কয়েক বছর আগের। তবে এখনও ধোনির মুখে সেই ‘বিরাট’ ভুলের প্রসঙ্গ। একটি অনুষ্ঠানে ভুলের কথাই বলেছেন মাহি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০১৯ সালে এই ঘটনাটি দেখা গিয়েছিল। জয়পুরে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ। আম্পায়ারের একটি নো-বলের সিদ্ধান্ত নিয়ে মেজাজ হারান মহেন্দ্র সিং ধোনি। শেষ তিন বলে চেন্নাইয়ের ৮ রান প্রয়োজন ছিল। বেন স্টোকস বোল্ড হন। আম্পায়ার নো বল ডেকেছিলেন। যদিও কিছুক্ষণের মধ্যেই আম্পায়ার সিদ্ধান্ত বদলে দেন। আর তাতেই মেজাজ হারান ধোনি। স্বভাববিরুদ্ধ ভাবে মাঠে নেমে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। যার জন্য তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানাও হয়েছিল।
একটি অনুষ্ঠানে মন্দিরা বেদী ক্যাপ্টেন কুলকে জিজ্ঞেস করেন, তিনি কখনও মেজাজ হারিয়েছিলেন কি না। ধোনি বলেন, ‘বেশ কয়েক বার এমনটা হয়েছে। একটা ঘটনা আইপিএলের ম্যাচেই হয়েছিল। আমি মাঠে ঢুকে পড়েছিলাম। যেটা আমার বড় ভুল ছিল। এ ছাড়াও বেশ কিছু ক্ষেত্রে এমন ভুল হয়েছে। আসলে খেলার মাঝে এমন কিছু হয়ে যায়, অনেক ক্ষেত্রেই তা আটকানো কঠিন হয়ে পড়ে। আসলে সকলেই জয়ের লক্ষ্যেই মাঠে নামে। সে কারণেই এমনটা হয়ে যায়।’