MS Dhoni: হুইলচেয়ারে থাকলেও… IPL এর এল-ক্লাসিকোর আগে এ কথা কেন মহেন্দ্র সিং ধোনির মুখে?
CSK, IPL 2025: ঘরের মাঠে আজ আইপিএল সফর শুরু করতে চলেছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে ইয়েলোব্রিগেডের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।

কলকাতা: তেতাল্লিশের মাহিকে নিয়ে উত্তেজনার পারদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর সেটাই স্বাভাবিক। কারণ, শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ। রবিবাসরীয় ম্যাচে চিপকে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিবার আইপিএলের সময় ধোনির অনুরাগীদের মনে প্রশ্ন জাগে যে, পরের মরসুমে তিনি খেলবেন কিনা। এই নিয়ে এ বছরও আলোচনা শুরু হয়েছে। আপাতত আইপিএলে সিএসকের সফর শুরুর আগে ধোনি জানিয়ে দিলেন, কতদিন তিনি আইপিএলে খেলবেন। পাশাপাশি এ কথাও শোনা গিয়েছে, ‘হুইলচেয়ারে বসে থাকলেও ওরা আমাকে নিয়ে আসবে।’ এ কথা কেন বলেছেন ধোনি?
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে, অনেক রাত অবধি ছক্কা মারা অনুশীলন করেছেন ধোনি। যা থেকে পরিষ্কার, আজ রাতে ধোনির ব্যাটে অপেক্ষা করছে ছক্কার ফুলঝুরি। রানের খিদে তাঁর কমেনি। বোঝা যাচ্ছে সেটা। এই পরিস্থিতিতে ধোনি জিওহটস্টারে জানিয়েছেন, কতদিন খেলা চালিয়ে যেতে চান তিনি। ধোনি বলেন, “চেন্নাই সুপার কিংসের জন্য আমি যতদিন চাইব, ততদিন খেলা চালিয়ে যাব। সিএসকে আমার ফ্র্যাঞ্চাইজি। আমি যদি হুইলচেয়ারেও বসে থাকি, তা হলেও ওরা আমাকে মাঠে টেনে নিয়ে আসবে।”
এই খবরটিও পড়ুন
MS Dhoni said “I can play for as long as I want for CSK – That is my franchise. Even if I am in a wheelchair, they will drag me”. [Big smile – JioHotstar] pic.twitter.com/8CaDdRAS9p
— Johns. (@CricCrazyJohns) March 23, 2025
মাহি বরাবর দলের তরুণদের তাতান। এ বারও তার অন্যথা হচ্ছে না। আজ, রবিবার মহেন্দ্র সিং ধোনির ব্যাটে ১৯ রান এলেই সুরেশ রায়নাকে ছাপিয়ে যাবেন ধোনি। হয়ে যাবেন সিএসকের সর্বাধিক রানের মালিক। চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বাধিক রান রয়েছে রায়নার ঝুলিতে (৪৬৮৭ রান)।
FIRST BATTLE! BEST BATTLE!🤜💥🤛#CSKvMI #WhistlePodu #Yellove🦁💛 pic.twitter.com/VMBqi4o7UU
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2025
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।





