MS Dhoni: উইকেটের পিছনে অবিশ্বাস্য রেকর্ড ধোনির, যা আর কারও নেই…

IPL 2025, Chennai Super Kings: ব্যাট হাতে দু-একটা ভালো ইনিংস এলেও সেই পরিচিত ধোনির মতো নয়। তবে কিপিং নিয়ে প্রশ্ন তোলার জায়গা দিচ্ছেন না কিংবদন্তি। পঞ্জাব কিংস ম্যাচে তাঁর নামে যোগ হল আরও এক রেকর্ড। যা অন্য কারও নেই।

MS Dhoni: উইকেটের পিছনে অবিশ্বাস্য রেকর্ড ধোনির, যা আর কারও নেই...
Image Credit source: BCCI

Apr 08, 2025 | 10:29 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। পাঁচ বারই ধোনির নেতৃত্বে ট্রফি এসেছে। ক্যাপ্টেন, ব্যাটিংয়ে অবদান অনস্বীকার্য। তেমনই উইকেটের পিছনে ধোনি থাকা মানেই কিছু অবিশ্বাস্য দৃশ্য দেখার সুযোগ। আইপিএলের এ মরসুমেও ৪৩ বছরের ধোনি চোখ ধাঁধানো স্টাম্পিং করেছেন। যার রিয়্যাকশন টাইম খুবই কম। এ মরসুমে ব্যাট হাতে দু-একটা ভালো ইনিংস এলেও সেই পরিচিত ধোনির মতো নয়। তবে কিপিং নিয়ে প্রশ্ন তোলার জায়গা দিচ্ছেন না কিংবদন্তি। পঞ্জাব কিংস ম্যাচে তাঁর নামে যোগ হল আরও এক রেকর্ড। যা অন্য কারও নেই।

মুল্লানপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি ক্যাচ নেন ধোনি। রবিচন্দ্রন অশ্বিনের বলে নেহাল ওয়াদেরার ক্যাচ। আর তাতেই রেকর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম কিপার হিসেবে ১৫০ ক্যাচের মাইলস্টোনে পৌঁছলেন মহেন্দ্র সিং ধোনি। পঞ্জাব ইনিংসের অষ্টম ওভারে ধোনির এই কীর্তি। স্পিনারের বলে ক্যাচ নেওয়া সবসময়ই কঠিন কাজ। তবে অভিজ্ঞ ধোনির জন্য তা কঠিন নয়। শুধু আইপিএলেই ১৫০ ক্যাচ তার অন্যতম প্রমাণ।

আইপিএলের ইতিহাসে কিপারদের মধ্যে ক্যাচের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন কিপার-ব্যাটার দীনেশ কার্তিক। বর্তমানে তিনি আরসিবির ব্যাটিং কোচ। দীনেশ কার্তিক আইপিএলে নিয়েছেন ১৩৭ টি ক্যাচ।