MS Dhoni: ধোনিকে আর ব্যাট হাতে দেখা যাবে না? DC ম্যাচের পর ছবি ভাইরাল হতেই বাড়ছে আশঙ্কা

Apr 01, 2024 | 2:20 PM

CSK, IPL 2024: গত বারের আইপিএলে হাঁটুর চোট নিয়ে খেলেছিলেন সিএসকের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসকে পঞ্চম বার আইপিএল চ্যাম্পিয়ন বানানোর পর ধোনি হাঁটুর অস্ত্রোপচার করিয়েছিলেন। এরপর দীর্ঘদিন রিহ্যাবে ছিলেন। তারপর ফিট হয়ে ধোনি আইপিএলে ফিরেছেন।

MS Dhoni: ধোনিকে আর ব্যাট হাতে দেখা যাবে না? DC ম্যাচের পর ছবি ভাইরাল হতেই বাড়ছে আশঙ্কা
মহেন্দ্র সিং ধোনি।
Image Credit source: X

Follow Us

কলকাতা: ধোনি কী ঝলক সবসে অলগ… যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ধোনির ঝলক সকলের থেকে আলাদা। মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) ভালোবাসেন প্রচুর মানুষ। আট বছরের বাচ্চা থেকে শুরু করে বছর ৮০-র প্রৌঢ় সকলেই মাহিতে মুগ্ধ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এ বারের আইপিএলে (IPL) ব্যাটিং করতে দেখা গিয়েছে ধোনিকে। তাঁর আপামর অনুরাগীরা যা দেখে মুগ্ধ। সিএসকের (CSK) আগের ২টো ম্যাচে ধোনিকে ব্যাটিং করতে দেখা যায়নি। তার জন্য একটু হলেও ধোনির অনুরাগীদের মন খারাপ ছিল। রবিবার সেই মন খারাপ বদলে গিয়েছে। কিন্তু ম্যাচের শেষে ধোনির এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবং সিএসকেও তাঁর এক ভিডিয়ো শেয়ার করেছে। যা দেখে অনেকে আশঙ্কা করছেন, আর হয়তো এ বারের আইপিএলে ধোনিকে ব্যাট করতে দেখা যাবে না।

গত বারের আইপিএলে হাঁটুর চোট নিয়ে খেলেছিলেন সিএসকের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসকে পঞ্চম বার আইপিএল চ্যাম্পিয়ন বানানোর পর ধোনি হাঁটুর অস্ত্রোপচার করিয়েছিলেন। এরপর দীর্ঘদিন রিহ্যাবে ছিলেন। তারপর ফিট হয়ে ধোনি আইপিএলে ফিরেছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সিএসকের ম্যাচের শেষে মহেন্দ্র সিং ধোনিকে বাঁ পায়ে নি-ক্যাপ পরা অবস্থায় দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়া সাইট X এ সেই ছবি ভাইরাল হয়েছে। সেই সময় ধোনি দিল্লি ক্যাপিটালসের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলছিলেন।

ধোনি যে এই অবস্থাতেও অনুরাগীদের বিনোদন দিতে, মন ভালো করতে ব্যাটিং করেছেন তা বলার অপেক্ষা রাখে না। সিএসকের সোশ্যাল মিডিয়া সাইট X এ ধোনির একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। এবং তাঁকে সম্ভবত ইনিংস নিয়ে কিছু বলেন সামনে থাকা কেউ। উত্তরে তিনি জানান, ভক্তদের উপহার দিয়েছেন।

Next Article