AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: ধোনিতেই যাত্রা শেষ ৭ নম্বর জার্সির? বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

BCCI: ৭ নম্বর জার্সি গায়ে একসময় রাজ করেছেন এমএস ধোনি। এ বার সেই জার্সির অবসর ঘোষণা করতে চলেছে বিসিসিআই। নতুনরা আর ধোনির জার্সির জন্য আবেদন করতে পারবেন না। ঠিক একইভাবে সচিনের ১০ নম্বর জার্সিও তুলে রাখা হয়েছে। যদিও শার্দূল ঠাকুর আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতে মাস্টারের ১০ নম্বর জার্সি পরার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তারপর এত সমালোচনা হয় যে বিসিসিআই তা তুলে রাখার সিদ্ধান্ত নেয়। ধোনির জার্সি নিয়ে এমন কোনও ঘটনা ঘটার আগেই তা সযত্নে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল।

MS Dhoni: ধোনিতেই যাত্রা শেষ ৭ নম্বর জার্সির? বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের
মহেন্দ্র সিং ধোনিImage Credit: ছবি: X
| Edited By: | Updated on: Dec 15, 2023 | 3:39 PM
Share

নয়াদিল্লি: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পর এ বার মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) বিরল সম্মান জানাতে চলেছে বিসিসিআই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন এমএস ধোনি। একসময় ৭ নম্বর জার্সিতে সোনা ফলিয়েছেন মাহি। ভারতকে দু’বার বিশ্ব খেতাব এনে দেন। এ বার ধোনির সেই সাত নম্বর জার্সিকে চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় বোর্ড। ঠিক যে ভাবে মাস্টার ব্লাস্টারের ১০ নম্বর জার্সি সংরক্ষণ করে রাখা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

৭ নম্বর জার্সি গায়ে একসময় রাজত্ব করেছেন এমএসডি। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তার পর থেকে কাউকেই ৭ নম্বর জার্সি পরে খেলতে দেখা যায়নি। চার বছর পর হলেও মাহিকে সম্মান জানাল বোর্ড। সেই ৭ নম্বর জার্সিকে অবসরে পাঠাতে চলেছে বিসিসিআই। আর ধোনির ৭ নম্বর জার্সি পরে খেলতে পারবেন না। ঠিক একই ভাবে সচিনের ১০ নম্বর জার্সিও তুলে রাখা হয়েছে। যদিও শার্দূল ঠাকুর আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতে মাস্টারের ১০ নম্বর জার্সি পরার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তারপর এত সমালোচনা হয় যে বিসিসিআই তা তুলে রাখার সিদ্ধান্ত নেয়। ধোনির জার্সি নিয়ে এমন কোনও ঘটনা ঘটার আগেই তা সযত্নে তুলে রাখার সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় বোর্ড।

বোর্ডের এক কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তরুণ ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে, ধোনির জার্সির জন্য কোনও রকম আবেদন করা যাবে না। এই বিষয়ে তিনি আরও বলেন, “এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের জন্য মোট ৬০টি জার্সি রয়েছে। যাঁরা দলে রয়েছেন ও যাঁরা ভারতীয় দলে ঢোকার লড়াইয়ে রয়েছেন, তাঁরা ওই ৬০টি নম্বরের জার্সি থেকে নিজেদের পছন্দ মতো একটি বেছে নিতে পারবেন। কোনও ক্রিকেটার দল থেকে বাদ পড়লে সেই জার্সি নম্বরটি সাধারণত কাউকে দেওয়া হয় না। অভিষেকের সময় ক্রিকেটারদের ৩০টি নম্বর থাকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়।”

৭ নম্বর জার্সি পরে আন্তর্জাতিক ফুটবলে মহিমা ছড়িয়েছেন অনেকেই। সেই তালিকায় গ্যারিঞ্চা, ডেভিড বেকহ্যাম থেকে জর্জ বেস্ট, রবার্ত পিরেসরা রয়েছেন। সাত নম্বরকে সপ্তমস্বর্গে পৌঁছে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডে। ক্রিকেটে সেটাই করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁরই জন্য আন্তর্জাতিক আঙিনাতেও সাত নম্বর জার্সি এত জনপ্রিয়।