IPL-MI: গত বার কেটেছিল হতাশায়, আইপিএলের প্রস্তুতি শুরু মুম্বইয়ের
IPL 2023-Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সের ব্য়াটিং কোচ কায়রন পোলার্ড এ দিনই পৌঁছবেন। খুব তাড়াতাড়িই অনুশীলনে যোগ দেবেন।
মুম্বই : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু করে দিল মুম্বই ইন্ডিয়ান্স। উইমেন্স প্রিমিয়ার লিগে অনবদ্য় পারফর্ম করছে হরমনপ্রীতের নেতৃত্বাধীন মুম্বই। আজ জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। অন্য় দিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন মরসুমের প্রথম প্রস্তুতিতে নামল মুম্বই। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই সবচেয়ে বেশি অর্থাৎ পাঁচ বার আইপিএল জিতেছে। গত সংস্করণ একেবারেই ভালো কাটেনি। গত বার থেকেই ১০ দলের টুর্নামেন্ট হয়েছে আইপিএল। দুটি দলের অভিষেক হয়েছিল আইপিএলে। লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম বারই চ্য়াম্পিয়ন টাইটান্স। মুম্বইয়ের প্রথম অনুশীলেনর বিস্তারিত TV9Bangla-র এই প্রতিবেদনে।
মুম্বই ইন্ডিয়ান্সের ভারতীয় প্লেয়ারদের পাশাপাশি অনেক বিদেশি ক্রিকেটারই পৌঁছে গিয়েছেন। গত মরসুমে ১০ দলের মধ্যে সবার শেষে ছিল পাঁচ বারের চ্য়াম্পিয়নরা। তার অন্যতম কারণ ছিল, দলের অভিজ্ঞতার অভাব। এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়েছিল এবং খেলিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। নতুন মরসুমের জন্য় তাদের জন্য় বিশেষ প্রস্তুতির ব্য়বস্থাও করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে ইংল্য়ান্ড সফরে পাঠানো হয়েছিল। সেখানে বিভিন্ন ক্লাবের সঙ্গে টি-টোয়েন্টি ম্য়াচ খেলে তারা। এর মধ্য়ে ছিলেন মুম্বইয়ের তরুণ বিদেশি ক্রিকেটাররাও। এ বার সিনিয়রদের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করলেন তারা।
মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মার্ক বাউচারের এটি প্রথম মরসুম। প্রথম দিন থেকেই তাঁর তত্ত্বাবধানে অনুশীলন শুরু মুম্বইয়ের। বোলিং কোচ শেন বন্ড, ফিল্ডিং কোচ জেমস পামেন্টরাও ছিলেন। অনুশীলন শুরুর আগে প্লেয়ারদের সঙ্গে মিটিং করেন হেড কোচ মার্ক বাউচার। প্রথম অনুশীলন প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিপার ব্য়াটার বাউচার বলেন, ‘অনুশীলনের প্রথম কয়েকদিন পরস্পরকে জানার চেষ্টা করবেন ক্রিকেটাররা। বোঝাপড়া তৈরিতেই মূল ফোকাস থাকবে। কার কেমন খেলার ধরণ সেটা বোঝার চেষ্টা করব। টেকনিকাল অনুশীলনের একটা ভিত তৈরি করে নিতে হবে। ভিত শক্ত না হলে ক্রিকেটে সাফল্য় পাওয়া সম্ভব নয়।’
প্রথম অনুশীলনে ক্রিকেটারদের মধ্য়ে ছিলেন পীযুষ চাওলা, তিলক ভার্মা, হৃতিক শোকিন, কুমার কার্তিকেয়, আর্শাদ খান, রমনদীপ সিং, নেহাল বাধেরা, অর্জুন তেন্ডুলকর, রাঘব গোয়েল, বিষ্ণু বিনোদ, আকাশ মাধওয়াল, শামস মুলানি এবং বিদেশিদের মধ্য়ে ছিলেন বেবি এবি ডিওয়াল্ড ব্রেভিস, ডুয়ান জানসেন। মুম্বই ইন্ডিয়ান্সের ব্য়াটিং কোচ কায়রন পোলার্ড এ দিনই পৌঁছেছেন। খুব তাড়াতাড়িই অনুশীলনে যোগ দেবেন তিনিও। এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্য়াচ ২ এপ্রিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে। অ্যাওয়ে ম্য়াচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবেন রোহিতরা।