MI vs CSK, MS Dhoni : মাঠকর্মীদের সঙ্গে মাহি, ওয়াংখেড়ের দর্শকদের আক্ষেপ মিটল না!
Mumbai Indians vs Chennai Super Kings Post Match: ম্যাচ শেষ হতেই মাঠে নেমে এলেন ধোনি। রোহিতদের সঙ্গে হাত মেলালেন। সোজা হাটা দিলেন ওয়াংখেড়ের বাইশগজে।
দীপঙ্কর ঘোষাল : সেই এপ্রিল, ওয়াংখেড়ে। কিছু মনে পড়ে? ঠিকই ধরেছেন। বিশ্বজয়ের রাতের কথাই বলা হচ্ছে। ২৮ বছরের ব্য়বধানে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই দ্বিতীয় বার ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। এক যুগ পেরিয়ে গিয়েছে। স্মৃতিতে এখনও সে দিনের রঙিন মুহূর্ত। বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে মুম্বই ক্রিকেট সংস্থার তরফে সংবর্ধনাও দেওয়া হয়েছে। দর্শকরা আশা নিয়ে এসেছিলেন, ধোনির একটা ছয় মারা যদি দেখা যায়? মুম্বইয়ের ঘরের মাঠে দাপট দেখাল চেন্নাই সুপার কিংস। ৭ উইকেটের বড় জয়। কিন্তু দর্শকদের আক্ষেপ মিটল না। চেন্নাই সুপার কিংস এ মরসুমে তৃতীয় ম্য়াচ খেললে। প্রথম ম্য়াচে ৭ বল, দ্বিতীয় ম্য়াচে ৩ বল। তৃতীয় ম্য়াচে! প্য়াড পরাটুকুই সার। ব্য়াট হাতে আর নামতে হল না মহেন্দ্র সিং ধোনিকে। মাত্র ৩ উইকেট হারিয়েই মুম্বইয়ের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য় পেরিয়ে গেল চেন্নাই সুপার কিংস। বিস্তারিত TV9Bangla-য়।
চেন্নাই সুপার কিংসের জয় শুধুই সময়ের অপেক্ষা। জায়ান্ট স্ক্রিনে মহেন্দ্র সিং ধোনিকে দেখাতেই গ্য়ালারির অপেক্ষা বাড়ল। ব্য়াটিংয়ের জন্য় প্রস্তুত হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। প্যাড পড়ছেন। বাকি আর মাত্র ৭ রান। তাহলে কি রায়ডু কিংবা ঋতুরাজের মধ্যে কেউ উঠে যাবেন! ধোনিকে এক বলের জন্য় হলেও দেখা যাবে! লং অফে একটা ক্য়াচও উঠেছিল। যদিও ডাইভ দিলেও তা ধরতে পারেনি মুম্বই ফিল্ডার। চেন্নাই, মুম্বই সমর্থক আলাদা করে নয়, আক্ষেপ সকলেরই। অন্তত ১-২ বলের জন্য় ধোনিকে দেখা যেতেই পারত। বাকি আরও ৩ রান। এমন সময় অম্বতি রায়ডুর বাউন্ডারি সিএসকের জয় নিশ্চিত করে। সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের সঙ্গে আক্ষেপও। প্য়াড খুলে রাখলেন ধোনি। মাঠে নেমে এলেন, তবে সকলের সঙ্গে হাত মেলাতে। দর্শকদের আক্ষেপ না মিটলেও মাঠকর্মীদের মিটল।
ম্যাচ শেষ হতেই মাঠে নেমে এলেন ধোনি। রোহিতদের সঙ্গে হাত মেলালেন। সোজা হাটা দিলেন ওয়াংখেড়ের বাইশগজে। মাঠকর্মীরা অনেকেই তাঁর সঙ্গে ছবি তুললেন। বেশ কয়েক জনের ফোনেও বন্দি রইল সেই মুহূর্ত। মাঠকর্মীদের কয়েকজন হয়তো ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের ম্যাচেও ছিলেন। অনেক জুনিয়রদেরও দেখা গেল। ধোনি বেশ কিছুক্ষণ ধরে ছবি তুললেন। কোনও ব্য়স্ততা কিংবা অস্বস্তি নেই ধোনির মধ্যে।