MI vs UPW Highlights, WPL 2023: মুম্বইয়ের প্রথম হার, ছক্কা হাঁকিয়ে ইউপিকে জেতালেন সোফি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 18, 2023 | 7:25 PM

Mumbai Indians vs UP Warriorz Live Score in Bengali: দেখুন ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

MI vs UPW Highlights, WPL 2023: মুম্বইয়ের প্রথম হার, ছক্কা হাঁকিয়ে ইউপিকে জেতালেন সোফি
উইমেন্স প্রিমিয়ার লিগে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও ইউপি ওয়ারিয়র্স
Image Credit source: Graphics - TV9Bangla

Follow Us

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে আজ, ১৮ মার্চ রয়েছে ডাবল হেডার। WPL– এর প্রথম ম্যাচে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও ইউপি ওয়ারিয়র্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছিল হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্সকে। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে মুম্বই তোলে ১২৭ রান। মুম্বইয়ের হয়ে সর্বাধিক রান করেছেন হেইলি ম্যাথুজ (৩৫)। দ্বিতীয় সর্বাধিক রান ইসি ওংয়ের (৩২)। ইউপির হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন সোফি এক্লেস্টন (৩)। ১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইউপি। মরসুমে প্রথম হারের মুখ দেখল মুম্বই। উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই বনাম ইউপি ম্যাচের হাইলাইটস দেখতে নজর রাখুন TV9Bangla-র এই লাইভ ব্লগে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 18 Mar 2023 06:52 PM (IST)

    মুম্বইয়ের প্রথম হার

    মুম্বই ইন্ডিয়ান্সের বিজয়রথ থামাল ইউপি ওয়ারিয়র্স। চলতি ডব্লিউপিএলে প্রথম হারের মুখ দেখল মুম্বই। ৫ উইকেটে হার হ্যারিদের।

  • 18 Mar 2023 06:48 PM (IST)

    টানটান শেষ ওভার

    শেষ ওভারে ইউপির জয়ের জন্য প্রয়োজন ৫ রান। মুম্বই কি পারবে ইউপিকে আটকে দিতে?


  • 18 Mar 2023 06:31 PM (IST)

    হ্যারিসের উইকেট হারাল ইউপি

    গ্রেস হ্যারিসের উইকেট তুলে নিলেন অ্যামেলিয়া কের। ৩৯ রান করে মাঠ ছাড়লেন হ্যারিস।

  • 18 Mar 2023 06:29 PM (IST)

    শতরান পূর্ণ ইউপির

    ১৫.২ ওভারে চার মেরে দলগত শতরান পূর্ণ করতে সাহায্য করলেন গ্রেস হ্যারিস।

  • 18 Mar 2023 06:27 PM (IST)

    ১৫ ওভারে ইউপি ৯৭/৪

    ইউপির ইনিংসের ৫ ওভারের খেলা বাকি। ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ইউপি ওয়ারিয়র্স তুলেছে ৯৭ রান।

  • 18 Mar 2023 06:11 PM (IST)

    তাহিলা আউট

    ছন্দে থাকা তাহিলা ম্যাকগ্রাকে ফিরিয়ে মুম্বই শিবিরে স্বস্তি এনে দিলেন অ্যামেলিয়া কের।

  • 18 Mar 2023 06:05 PM (IST)

    ১০ ওভারে ইউপি ৫২/৩

    ইউপির ইনিংসের ১০ ওভারের খেলা শেষ। প্রথম ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ইউপি তুলেছে ৫২ রান।

  • 18 Mar 2023 05:48 PM (IST)

    ন্যাট মুম্বইকে এনে দিলেন তৃতীয় উইকেট

    পাওয়ার প্লে-র পরের ওভারের প্রথম বলেই মুম্বইকে তৃতীয় উইকেট এনে দিলেন ন্যাট সিবার। কিরণপ্রভু নবগীরের উইকেট তুলে নিলেন ন্যাট সিবার। ১২ রান করে মাঠ ছাড়লেন কিরণপ্রভু।

  • 18 Mar 2023 05:45 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র শেষে ২ উইকেট হারিয়ে ইউপি তুলেছে ২৭ রান।
    • ম্যাচ জিততে হলে ইউপিকে তুলতে হবে এখনও ৮৪ বলে ১০১ রান।
  • 18 Mar 2023 05:42 PM (IST)

    অ্যালিসা হিলি আউট

    ইসি ওং ফেরালেন ইউপি ক্যাপ্টেন অ্যালিসা হিলিকে। বড় উইকেট হারাল ইউপি।

  • 18 Mar 2023 05:39 PM (IST)

    ৫ ওভারে ইউপি ২১/১

    • ইউপির ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ
    • শুরুর ৫ ওভারের মধ্য়ে ১ উইকেট হারিয়ে ২১ রান তুলেছে ইউপি
    • ক্রিজে রয়েছেন কিরণপ্রভু নবগীরে ও অ্যালিসা হিলি
  • 18 Mar 2023 05:23 PM (IST)

    দেবিকাকে ফেরালেন হেইলি

    দ্বিতীয় ওভারের প্রথম বলে দেবিকার উইকেট তুলে নিলেন হেইলি ম্যাথুজ।

  • 18 Mar 2023 05:20 PM (IST)

    রান তাড়া করতে নামল ইউপি

    ইউপির টার্গেট ১২৮। রান তাড়া করতে নামল অ্যালিসা হিলির দল।

  • 18 Mar 2023 05:12 PM (IST)

    এক নজরে মুম্বইয়ের ইনিংস

    • টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্সকে।
    • প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে মুম্বই তুলেছে ১২৭ রান।
    • মুম্বইয়ের হয়ে সর্বাধিক রান করেছেন হেইলি ম্যাথুজ (৩৫)।
    • দ্বিতীয় সর্বাধিক রান ইসি ওংয়ের (৩২)।
    • ইউপির হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন সোফি এক্লেস্টন (৩)।

     

  • 18 Mar 2023 05:05 PM (IST)

    ১২৭ রানে অলআউট মুম্বই

    ইউপির বিরুদ্ধে ১২৭ রানে অলআউট মুম্বই। অ্যালিসা হিলির দলের টার্গেট ১২৮।

  • 18 Mar 2023 05:03 PM (IST)

    ইসি আউট

    ইজি ওংয়ের উইকেট তুলে নিলেন দীপ্তি শর্মা। ১৯ বলে ৩২ রান করে মাঠ ছাড়লেন ইসি। চাপের মুখে থাকা মুম্বইয়ের হয়ে গুরুত্বপূর্ণ কিছু রান করে যান ইসি।

  • 18 Mar 2023 04:55 PM (IST)

    ধারা আউট

    ধারা গুজ্জরের উইকেট তুলে নিলেন দীপ্তি শর্মা। ৩ বলে ৩ রান করে মাঠ ছাড়লেন ধারা। অষ্টম উইকেট হারিয়ে ফেলল হ্যারির দল।

  • 18 Mar 2023 04:49 PM (IST)

    মুম্বইয়ের ইনিংস বাকি ৩ ওভারের

    • মুম্বইয়ের ইনিংসের ১৭ ওভারের খেলা শেষ।
    • ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে মুম্বই।
    • বাকি থাকা ৩ ওভারে কত রান তুলতে পারবে ডব্লিউপিএলের লিগ টেবলের শীর্ষে থাকা মুম্বই?
  • 18 Mar 2023 04:47 PM (IST)

    হুমাইরা কাজি আউট

    হুমাইরা কাজির উইকেট তুলে নিলেন রাজেশ্বরী গায়কোয়াড়।

  • 18 Mar 2023 04:41 PM (IST)

    অমনজ্যোত আউট

    অমনজ্যোত কৌপের স্টাম্প ছিটকে দিলেন সোফি এক্লেস্টন। মুম্বইয়ের ছয় নম্বর উইকেট পতন। ৫ রান করে মাঠ ছাড়লেন অমনজ্যোত।

  • 18 Mar 2023 04:39 PM (IST)

    ইসির ক্যাচ মিস করলেন দীপ্তি

    ১৫.৩ ওভারে ইসি ওংয়ের ক্যাচ মিস করলেন দীপ্তি শর্মা। বল গড়িয়ে পৌঁছে যায় বাউন্ডারি লাইনে। চার রান পান ইসি।

  • 18 Mar 2023 04:37 PM (IST)

    ১৫ ওভারে মুম্বই ৯২/৫

    • মুম্বইয়ের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ
    • ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৯২ রান তুলেছে মুম্বই
    • ক্রিজে অমনজ্যোত কৌর ও ইসি ওং
    • শেষ ৫ ওভারে হরমনপ্রীতের দল কত রান তুলতে পারে এখন সেটাই দেখার
  • 18 Mar 2023 04:30 PM (IST)

    হ্যারি ফিরলেন ড্রেসিংরুমে

    দীপ্তি শর্মা তুলে নিলেন হরমনপ্রীত কৌরের উইকেট। ২২ বলে ২৫ রান করে মাঠ ছেড়েছেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌর।

  • 18 Mar 2023 04:26 PM (IST)

    অ্যামেলিয়া আউট

    অ্যামেলিয়া কেরকে ফেরালেন রাজেশ্বরী গায়কোয়াড়। চতুর্থ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ৫ বলে ৩ রান করে মাঠ ছাড়লেন অ্যামেলিয়া।

  • 18 Mar 2023 04:15 PM (IST)

    হেইলিকে ফেরালেন সোফি

    ৩০ বলে ৩৫ রান করে মাঠ ছাড়লেন মুম্বই ওপেনার হেইলি ম্যাথুজ। সোফি এক্লেস্টন ইউপিকে এনে দিলেন তৃতীয় সাফল্য।

  • 18 Mar 2023 04:12 PM (IST)

    ১০ ওভারে মুম্বই ৫৬/২

    • মুম্বইয়ের ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ
    • শুরুর ১০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ৫৬ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স
    • ক্রিজে রয়েছেন হরমনপ্রীত কৌর ও হেইলি ম্যাথুজ
  • 18 Mar 2023 04:05 PM (IST)

    ন্যাট সিবার আউট

    ইউপিকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন সোফি এক্লেস্টন। এলবিডব্লিউ হয়ে ফিরলেন ন্যাট সিবার। ৫ রান করে মাঠ ছাড়লেন ন্যাট।

  • 18 Mar 2023 03:54 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • মুম্বইয়ের ইনিংসের প্রথম ৬ ওভারের খেলা শেষ
    • পাওয়ার প্লে-র শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৩১
  • 18 Mar 2023 03:50 PM (IST)

    ৫ ওভারে মুম্বই ৩০/১

    • মুম্বইয়ের ইনিংসের ৫ ওভারের খেলা শেষ
    • শুরুর ৫ ওভারের মধ্যে ওপেনার যস্তিকা ভাটিয়ার উইকেট হারিয়ে মুম্বই তুলেছে ৩০ রান
    • ক্রিজে হেইলি ম্যাথুজ ও ন্যাট সিবার
  • 18 Mar 2023 03:48 PM (IST)

    যস্তিকাকে ফেরালেন অঞ্জলী

    ১৫ বলে ৭ রান করে মাঠ ছাড়লেন যস্তিকা ভাটিয়া। ইউপিকে প্রথম উইকেট এনে দিলেন অঞ্জলী সর্বাণী।

  • 18 Mar 2023 03:45 PM (IST)

    হেইলির জোড়া ছয়

    ইউপির বিরুদ্ধে চতুর্থ ওভারের শেষ বলে জোড়া ছক্কা হাঁকালেন মুম্বইয়ের ওপেনার হেইলি ম্যাথুজ।

  • 18 Mar 2023 03:44 PM (IST)

    ৩ ওভারে মুম্বই ১১/০

    মুম্বইয়ের ইনিংসের ৩ ওভারের খেলা শেষ। প্রথম ৩ ওভারের মধ্যে কোনও উইকেট না হারিয়ে ১১ রান তুলেছে মুম্বই।

  • 18 Mar 2023 03:30 PM (IST)

    মুম্বইয়ের ইনিংস শুরু

    মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিংয়ে নামলেন হেইলি ম্যাথুজ ও যস্তিকা ভাটিয়া। নতুন বল হাতে এলেন রাজেশ্বরী গায়কোয়াড়।

  • 18 Mar 2023 03:13 PM (IST)

    ইউপির একাদশে এক পরিবর্তন

    শ্বেতা শেরাওয়াতের জায়গায় আজ ইউপির একাদশে এসেছেন পার্শ্ববী চোপড়া।

    ইউপি ওয়ারিয়র্স একাদশ- অ্যালিসা হিলি (অধিনায়ক), কিরণপ্রভু নবগীরে, তাহিলা ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, পার্শ্ববী চোপড়া, গ্রেস হ্যারিস, সিমরন শেখ, দেবিকা বৈদ্য, সোফি এক্লেস্টন, অঞ্জলী সর্বাণী, রাজেশ্বরী গায়কোয়াড়।

  • 18 Mar 2023 03:10 PM (IST)

    মুম্বইয়ের অপরিবর্তিত একাদশ

    অপরিবর্তিত একাদশ নিয়েই নামবে মুম্বই।

    মুম্বই ইন্ডিয়ান্স: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), যস্তিকা ভাটিয়া, ন্যাট সিবার, অ্যামেলিয়া কের, হুমাইরা কাজি, ইসি ওং, হেইলি ম্যাথুজ, সাইকা ইসাক, জিন্তিমনি কলিতা, অমনজ্যোত কৌর, ধারা গুজ্জর।

  • 18 Mar 2023 03:07 PM (IST)

    ইউপিতে ডেবিউ পার্শ্ববীর

    ইউপি ওয়ারিয়র্সের হয়ে আজ উইমেন্স প্রিমিয়ার লিগে অভিষেক হল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য পার্শ্ববী চোপড়ার।

  • 18 Mar 2023 03:04 PM (IST)

    টানা ৬ টসে হারের সাক্ষী হরমনপ্রীত

    WPL-এর লিগ টেবলের শীর্ষে রয়েছে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। এখনও অবধি ৫টি ম্যাচে খেলে টানা ৫টি ম্যাচেই জিতেছে মুম্বই। কিন্তু প্রতিটি ম্যাচেই টসে হেরেছেন হরমনপ্রীত। টানা ৬ ম্যাচে টসে হার, কিন্তু ৫ ম্যাচে অপরাজিত হরমনপ্রীত কৌরের মুম্বই। ষষ্ঠ ম্যাচে কি জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে মুম্বই?

  • 18 Mar 2023 03:02 PM (IST)

    টস আপডেট

    মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি।

     

     

  • 18 Mar 2023 02:55 PM (IST)

    শনিবার রয়েছে WPL -এ ডাবল হেডার

    দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে RCB ও GG

    WPL-এর ডাবল হেডারে আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্মৃতি মান্ধানার আরসিবি ও স্নেহ রানার গুজরাট।

    পড়ুন বিস্তারিত – RCB vs GG, WPL 2023: নকআউটের স্বপ্ন বাঁচাতে জিততেই হবে আরসিবিকে, আজ স্মৃতিদের চ্যালেঞ্জ গুজরাট

  • 18 Mar 2023 02:45 PM (IST)

    মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স ম্য়াচ প্রিভিউ

    টুর্নামেন্টে এখনও অবধি সবক’টি ম্য়াচ জেতা মুম্বই ইন্ডিয়ান্স শীর্ষস্থানেই রয়েছে। জায়গা নিশ্চিত করতে বাকি ম্য়াচে জয় ছাড়া কোনও ভাবনা নেই। আজ, শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ ইউপি ওয়ারিয়র্স। তাদের অবশ্য় প্লে-অফ নিশ্চিত নয়।

    পড়ুন বিস্তারিত – MI vs UPW, WPL 2023 Match Prediction: শীর্ষস্থানে নজর মুম্বই ইন্ডিয়ান্সের, টিকে থাকাই লক্ষ্য ওয়ারিয়র্সের

  • 18 Mar 2023 02:31 PM (IST)

    শনি-বিকেলে মুখোমুখি মুম্বই-ইউপি

    আর এক ঘণ্টা পর ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও ইউপি ওয়ারিয়র্স।