Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mushfiqur Rahim: ভিভ-সৌরভও পিছনে, মুশফিকুর রহিম ছুঁলেন সাকিবের এক বিশেষ রেকর্ড

India vs Bangladesh, ICC World Cup: বয়স তাঁর ৩৬। কিন্তু রেকর্ড ভাঙা-গড়ার কাজ তিনি বন্ধ করেননি। কথা হচ্ছে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়ে। তেইশের বিশ্বকাপে পুনেতে মুশফিকুর রহিম ভারতের বিরুদ্ধে জোড়া রেকর্ড গড়লেন। মুশফিকুর রহিম ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলে দিয়েছেন।

Mushfiqur Rahim: ভিভ-সৌরভও পিছনে, মুশফিকুর রহিম ছুঁলেন সাকিবের এক বিশেষ রেকর্ড
ভিভ-সৌরভও পিছনে, মুশফিকুর রহিম ছুঁলেন সাকিবের এক বিশেষ রেকর্ডImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 7:02 PM

পুনে: বয়স তাঁর ৩৬। কিন্তু রেকর্ড ভাঙা-গড়ার কাজ তিনি বন্ধ করেননি। কথা হচ্ছে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমকে (Mushfiqur Rahim) নিয়ে। তেইশের বিশ্বকাপে (ICC World Cup) পুনেতে মুশফিকুর রহিম ভারতের বিরুদ্ধে জোড়া রেকর্ড গড়লেন। বাংলাদেশের (Bangladesh) তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলে দিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের এক রেকর্ডও স্পর্শ করেছেন মুশফিকুর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতের বিরুদ্ধে পুনেতে ৪৬ বলে গুরুত্বপূর্ণ ৩৮ রান করেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম। ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের পুরুষ দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার এখন মুশফিকুর রহিম। তিনি ছাপিয়ে গিয়েছেন সাকিব আল হাসানকেও। আজ চোটের কারণে ভারতের বিরুদ্ধে খেলছেন না সাকিব আল হাসান। না হলে মুশফিকুর তাঁকে ছাপিয়ে যেতে পারতেনা না। যুগ্মভাবে বাংলাদেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়তেন।

আইসিসি অলরাউন্ডারদের বিশ্বক্রমতালিকার শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। ওডিআই বিশ্বকাপে তিনিই বাংলাদেশের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার। ৫০ ওভারের বিশ্বকাপে ৩২টি ম্যাচে ১২০১ রান করেছেন সাকিব আল হাসান। আজ, বৃহস্পতিবার ওডিআই বিশ্বকাপে মুশফিকুর বাংলাদেশের হয়ে সর্বাধিক রান করা দ্বিতীয় ব্যাটার হয়েছেন। ওডিআই বিশ্বকাপে এখন মুশফিকুরের ঝুলিতে রয়েছে ১০৩৪ রান।

বাংলাদেশের হয়ে ওডিআই বিশ্বকাপে এক হাজারি ক্লাবে নাম তোলার দিন মুশফিকুর রহিম ছাপিয়ে গিয়েছেন একাধিক কিংবদন্তি ব্যাটারদের। ওডিআই বিশ্বকাপে এক হাজার রানের মালিক ভিভ রিচার্ডস, সৌরভ গঙ্গোপাধ্যায়, মার্ক ওয়াহ, রস টেলররা এখন মুশফিকুর রহিমের পেছনে। চলতি বিশ্বকাপে এখনও বাংলাদেশের ৫টি ম্যাচ বাকি রয়েছে। ফলে মুশফিকুর রহিমের এই রান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে।

উল্লেখ্য, টস জিতে পুনেতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান তুলেছে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে রোহিত শর্মার ভারতের চতুর্থ জয়ের জন্য প্রয়োজন ২৫৭ রান।