Virat Kohli: কোহলির উইকেটশিকারীর প্রশংসায় গম্ভীর, মিষ্টি আম খেয়ে সেলিব্রেশন নবীনের! মাঠের বাইরে চলছে ‘অন্য খেলা

Naveen-ul-Haq and Gautam Gambhir : কোহলির সঙ্গে ঝামেলার ইতি টানতে চান না। বরং ঝামেলা জিইয়ে রাখতে চান গৌতম গম্ভীর ও নবীন উল হক। গুরু-শিষ্য মিলে কোহলির পায়ে পা লাগিয়ে ঝগড়ার উদ্যোগ নিয়েছেন।

Virat Kohli: কোহলির উইকেটশিকারীর প্রশংসায় গম্ভীর, মিষ্টি আম খেয়ে সেলিব্রেশন নবীনের! মাঠের বাইরে চলছে 'অন্য খেলা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2023 | 9:53 AM

কলকাতা: মাঠে একপ্রস্থ ঝগড়া, ঝামেলা হয়ে গিয়েছে। একানা স্টেডিয়ামে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে গৌতম গম্ভীরের ব্যপক তর্কাতর্কি হয়েছিল ভায়া নবীন উল হক। আফগান পেসারও কোহলিকে চোখ রাঙিয়েছিলেন। সেই ঘটনার রেশ এখনও চলছে। তবে মাঠে নয়, সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে কোহলির সঙ্গে ঠান্ডা লড়াই চলছে নবীন ও গম্ভীরের। গত রবিবার লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাট টাইটান্স ম্যাচে ঋদ্ধিমান সাহা, রশিদ খানের প্রশংসা করে ইনস্টা স্টোরি দিয়েছিলেন কোহলি। মঙ্গলবার তার পাল্টা পোস্ট গম্ভীর (Gautam Gambhir) ও নবীনের (Naveen Ul Haq)। দুই গুরু-শিষ্য মিলে মঙ্গলবারের মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের কিছু কিছু অংশের ছবি তুলে একইভাবে ইনস্টা স্টোরিতে দিলেন। গম্ভীর তো বিরাট কোহলিকে আউট করা জেসন বেরহেনডর্ফের ছবি দিয়ে বাহবা জানিয়েছেন। সেই বাহবাতে বেরহেনডর্ফের প্রতি যত না তারিফ আছে তার থেকে বেশি রয়েছে কোহলিকে দিকে কটাক্ষের সুর। এদিকে মিষ্টি আম খেয়ে কোহলিদের হার সেলিব্রেট করেছেন নবীন উল হক। মাঠের বাইরে বিরাট কোহলিকে নিয়ে লখনউয়ের মেন্টর-ক্রিকেটার এখনও ঘোঁট পাকাচ্ছেন। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আরসিবি। মাত্র ১ রান করে জেসন বেরহেনডর্ফের বলে আউট হন বিরাট কোহলি। এরপর অনুজ রাওয়াতের উইকেট হারায় আরসিবি। যাই হোক, বিরাটের আউটের মুহূর্তের সেই ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করে গৌতম গম্ভীর লেখেন, ‘হোয়্যাট আ প্লেয়ার’। সঙ্গে হাততালির তিনটি ইমোজি। ঠিক একইভাবে ঋদ্ধিমান সাহার প্রশংসা করে একই কথা লিখেছিলেন কোহলি। নবীন উল হক তো গম্ভীরকেও ছাপিয়ে গিয়েছেন। এক প্লেট মিষ্টি আম নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ দেখতে বসেন তিনি। নবীনের ইনস্টা স্টোরির প্রথম ছবিটি পীয়ুষ চাওলার। অর্থাৎ তখন আরসিবির ব্যাটিং চলছে। আফগান পেসার স্টোরিতে লেখেন, “মিষ্টি আম।” সঙ্গে তারিফের ইমোজি। পরের স্টোরিতে ছবিটি সূর্যকুমার যাদব ও নেহাল ওয়াধেরার ব্যাটিংয়ের। নবীন সেই ছবিতে লেখেন, “আরও একবার আম খাচ্ছি। এখনও পর্যন্ত আমার খাওয়া সেরা আম। ধন্যবাদ ধবল ভাই।”

কিছুদিন আগে নবীনের ইনস্টাগ্রামে দেখা যায় লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে ছবি। ক্যাপশনে লেখেন, “মানুষের সঙ্গে আপনি যেভাবে আচরণ করতে চান সেভাবেই ব্যবহার করুন। লোকের সঙ্গে যেভাবে কথা বলতে চান, সেভাবেই বলুন।” এরপর ইমোজি দিয়ে লেখেন, G.O.A.T- এর সঙ্গে। নেটিজেনদের অনুমান বিরাটকে খোঁচা দিতেই এমন পোস্ট নবীনের।