NED vs SL Match Report: সমরের ‘বিক্রমে’ প্রথম জয়ের মুখ দেখল শ্রীলঙ্কা
ICC World Cup Match Report, Netherlands vs Sri Lanka: লখনউয়ের একানা স্টেডিয়ামে আজ বিশ্বকাপের ম্যাচে নেমেছিল স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস ও কুশল মেন্ডিসের শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ডাচদের ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। সপ্তম উইকেটে বিশ্বকাপের রেকর্ড পার্টনারশিপ গড়েন সিব্র্যান্ড এঞ্জেলব্রেট এবং লোগান ভ্যান বিক।

লখনউ: বিশ্বকাপে (ICC World Cup) জয়ের ধারা বজায় রাখতে পারল না নেদারল্যান্ডস। সমরের ‘বিক্রমে’ হার ডাচদের। লখনউয়ে হাসি ফুটল শ্রীলঙ্কা শিবিরে। চলতি বিশ্বকাপে হারের হ্যাটট্রিকের পর প্রথম জয়ের মুখ দেখল শ্রীলঙ্কা। সাদিরা সমরবিক্রমের অনবদ্য ৯১ রানের অপরাজিত ইনিংস, পাথুম নিশঙ্কার অর্ধশতরান, চরিথ আসালঙ্কা ও ধনঞ্জয়ের গুরুত্বপূর্ণ ইনিংসের সুবাদে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল কুশল মেন্ডিসের দল। ৫ উইকেটে জয়ী লঙ্কানরা। বিস্তারিত ম্যাচ রিপোর্ট পড়ুন TV9Bangla Sports এ।
ধরমশালায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টগবগে আত্মবিশ্বাস নিয়ে আজ লখনউতে নেমেছিল নেদারল্যান্ডস। সামনে ছিল সেই শ্রীলঙ্কা, যারা চলতি বিশ্বকাপে হারের হ্যাটট্রিক করেছিল। টস ভাগ্য সঙ্গ দেয়নি ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের। টস হেরে তাই প্রথমে ব্যাটিং করতে হয় নেদারল্যান্ডসকে। চতুর্থ ওভারেই ওপেনার বিক্রমজিৎ সিংকে (৪) প্যাভিলিয়নের রাস্তা দেখান কাসুন রজিথা। এরপর দ্বিতীয় উইকেটে খানিকটা এগোয় ডাচরা। কলিন অ্যাকারম্যান ও ম্যাক্স ও’ডড জুটিতে ওঠে ৪১ রান। এরপর ১০ ও ১২তম ওভারে শ্রীলঙ্কার কাসুন রজিথা এক এক করে তুলে নেন ম্যাক্স ও’ডড (১৬) এবং কলিন অ্যাকারম্যানের (২৯) উইকেট। ওই যে বলে এক যায়, এক আসে… তেমনই একের পর এক উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। দেখতে দেখতে দলগত ৯১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ডস। এরপর ম্যাচের হাল ধরেন সিব্র্যান্ড এঞ্জেলব্রেট এবং লোগান ভ্যান বিক।
সপ্তম উইকেটে জুটিতে সিব্র্যান্ড এঞ্জেলব্রেট এবং লোগান ভ্যান বিক তোলেন ১৩০ রান। এই জুটি বিশ্বকাপে সপ্তম উইকেটে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের রেকর্ড ভেঙে দিয়েছে। ২০১৯ সালের বিশ্বকাপে সপ্তম উইকেটে সবচেয়ে বেশি রান করেছিলেন মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাডেজা। তাঁরা সপ্তম উইকেটে ১১৬ রান করেছিলেন। আজ, সিব্র্যান্ড-লোগান সপ্তম উইকেটে ১৩০ তুলে ধোনি-জাড্ডুর রেকর্ড ভেঙে দিয়েছেন। ৭০ রান করেন সিব্র্যান্ড এবং লোগান করেন ৫৯ রান। ৪টি করে উইকেট নেন দিলশান মধুশঙ্কা এবং কাসুন রজিথা। শেষ অবধি ২৬২ রান তুলে অলআউট হয় ডাচরা।
এ বারের বিশ্বকাপে প্রথম জয়ের জন্য শ্রীলঙ্কাকে ডাচদের হারাতে হত। ২৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে পঞ্চম ওভারে ওপেনার কুশল পেরেরার উইকেট তুলে নেন আর্য। পাওয়ার প্লের মধ্যে শ্রীলঙ্কাকে ফের দ্বিতীয় ধাক্কা দেন আর্য। ক্যাপ্টেন কুশল মেন্ডিস ফেরেন ১১ রানে। ওপেনিং জুটির পর দ্বিতীয় উইকেট জমাট হয়নি। এরপর তৃতীয় উইকেটে সাদিরা সমরবিক্রমা এবং পাথুম নিশঙ্কা জুটিতে ৫২ রান তোলেন। এরপর ৫৪ রান করে আউট হন নিশঙ্কা। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে সাদিরা ও চরিথ আসালঙ্কার উপর। চতুর্থ উইকেটে সাদিরা ও আসালঙ্কা জুটিতে তোলেন ৭৭ রান।
আসালঙ্কা ৪৪ রান করে মাঠ ছাড়েন। ধনঞ্জয় ডি সিলভা ৩০ করেন। এ দু’জনের সঙ্গে জুটি বাঁধেন সাদির। শেষ অবধি ক্রিজে ছিলেন সাদিরা। মাত্র ৯ রানের জন্য তাঁর শতরান হয়নি। সাদিরার ৯১ নট আউট দুরন্ত ইনিংস আজ জেতাল শ্রীলঙ্কাকে। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। ১০ বল বাকি থাকতেই শ্রীলঙ্কার জয় ৫ উইকেটে।
