India vs South Africa T20 2024: একাদশে রমনদীপকে চাই, সূর্যদের খামতি দেখিয়ে দিলেন বিশ্বজয়ী
IND vs SA 3rd T20I 2024: গত দু-ম্যাচেই স্লগ ওভারে ভারতের ব্যর্থতা ধরা পড়েছে। প্রথম ম্যাচে বোর্ডে বড় রান থাকায় স্লগ ওভার ব্যর্থতা ঢাকা পড়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে তা স্পষ্ট। ভারতের লেজ অনেক বেশি লম্বা! বেরহায় হার্দিক পান্ডিয়া রান করলেও তাঁর স্ট্রাইকরেট ছিল টেস্ট ম্যাচের মতো।
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আপাতত ১-১ অবস্থায়। যদিও সেটা ২-০ হতেই পারত। ডারবানে প্রথম টি-টোয়েন্টিতে দাপটের সঙ্গে জিতেছিল ভারত। ব্যাটিংয়ে সঞ্জু স্যামসন কাঁপিয়েছিলেন। কেরিয়ারে টানা দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি! সঙ্গে তিলক ভার্মাও দুর্দান্ত ক্যামিও ইনিংস খেলেছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হতেই বাড়তি চাপে পড়ে মিডল ও লোয়ার অর্ডার। বেরহায় দ্বিতীয় ম্যাচে মাত্র ১২৪ রানের পুঁজি নিয়েও ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন বরুণ চক্রবর্তী। তাঁর কেরিয়ার সেরা বোলিংও অবশ্য বিফলেই গিয়েছিল। সিরিজে ঘুরে দাঁড়াতে রমনদীপকে একাদশে চান ভারতের টি-টোয়েন্টি বিশ্বজয়ী দলের সদস্য রবীন উথাপ্পা।
গত দু-ম্যাচেই স্লগ ওভারে ভারতের ব্যর্থতা ধরা পড়েছে। প্রথম ম্যাচে বোর্ডে বড় রান থাকায় স্লগ ওভার ব্যর্থতা ঢাকা পড়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে তা স্পষ্ট। ভারতের লেজ অনেক বেশি লম্বা! বেরহায় হার্দিক পান্ডিয়া রান করলেও তাঁর স্ট্রাইকরেট ছিল টেস্ট ম্যাচের মতো। স্লগ ওভারে টানা আটটি ডট বল। যা ভারতকে চাপে ফেলেছে। ব্যাটিং অর্ডারে এমন কাউকে প্রয়োজন যিনি লোয়ার অর্ডারে ভরসা দিতে পারবেন, বোলিংয়েও দায়িত্ব পালন করবেন। আর এই ক্রাইটেরিয়ায় রমনদীপকে পছন্দ রবীন উথাপ্পার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সে নজর কেড়েছেন। সদ্য এমার্জিং এশিয়া কাপেও দুর্দান্ত পারফর্ম করেছেন। তাঁর ফিল্ডিংও অনবদ্য। জিও সিনেমায় উথাপ্পা বলেন, ‘হার্দিক ছাড়াও আট নম্বরে একজন অলরাউন্ডার প্রয়োজন বলেই আমার মনে হয়। তা হলে হয়তো গ্যাপটা ভরাট হতে পারে। আমার মনে হয়, রমনদীপকে খেলানো উচিত।’ কাল তৃতীয় টি-টোয়েন্টিতে কি রমনদীপ সিংয়ের অভিষেক দেখা যাবে? সেই প্রশ্নই ঘুরছে।