Neeraj Chopra: নীরজের নামেই জ্যাভলিন ইভেন্ট! আসছেন পাকিস্তানের আর্শাদ নাদিম?

Neeraj Chopra Event: ভারতের মাটিতেই কি অলিম্পিকের বদলা নেবেন নীরজ? এমনিতে পাকিস্তানের আর্শাদকে ট্র্যাক ও ট্র্যাকের বাইরে অনেক সাহায্য করেন নীরজ। তবে বেঙ্গালুরুর এই ইভেন্ট ঘিরে রয়েছে মিডিয়ার তুমুল আগ্রহ।

Neeraj Chopra: নীরজের নামেই জ্যাভলিন ইভেন্ট! আসছেন পাকিস্তানের আর্শাদ নাদিম?
Image Credit source: PTI FILE

Apr 21, 2025 | 6:13 PM

চ্যাম্পিয়ন বনাম চ্য়াম্পিয়ন? ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়াকে হারিয়ে সোনা জিতে নেন পাকিস্তানের আর্শাদ নাদিম। নীরজের থ্রো ছিল ৮৮.১৩ মিটার। কিন্তু সকলকে চমকে দিয়ে ৯২.৯৭ মিটার থ্রো করেন পাক জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ। আবার কি জ্যাভলিন হাতে মুখোমুখি দেখা যাবে আর্শাদ ও নীরজকে? ভারতের মাটিতেই কি অলিম্পিকের বদলা নেবেন নীরজ? এমনিতে পাকিস্তানের আর্শাদকে ট্র্যাক ও ট্র্যাকের বাইরে অনেক সাহায্য করেন নীরজ। তবে বেঙ্গালুরুর এই ইভেন্ট ঘিরে রয়েছে মিডিয়ার তুমুল আগ্রহ।

টোকিও অলিম্পিক গেমসে চ্যাম্পিয়ন নীরজ চোপড়া সোমবার নিশ্চিত করেছেন যে, তাঁর নামে ভারতে শুরু হতে চলেছে জ্যাভলিন ইভেন্ট এনসি ক্লাসিক। এই ইভেন্টটি হওয়ার কথা ছিল হরিয়ানার তাউ দেবীলাল স্টেডিয়ামে। শেষ মুহূর্তে ভেনু বদল করা হয়েছে। তবে দিনক্ষণ একই থাকছে। হরিয়ানার বদলে ইভেন্টটি বেঙ্গালুরুর কান্তিরাভা আউটডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্শাদ নাদিম এই ইভেন্টে যোগ দেবেন কিনা, তা এখনও কনফার্ম নয়। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে নীরজ বলেন, ‘আমি আর্শাদের সঙ্গে কথা বলেছি। ও জানিয়েছে, কোচের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে। আপাতত বেশ কিছু ক্রীড়াবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। সব ঠিক হলে চূড়ান্ত তালিকা দিতে পারব।’

একদিকে যেমন ইভেন্টে নামবেন, তেমনই আয়োজকের ভূমিকাতেও দেখা যাবে নীরজকে। তাঁর নামে টুর্নামেন্ট বলে সফল করতে ঝাঁপিয়ে পড়েছেন ভারতের সোনার ছেলে। শোনা যাচ্ছে, বেঙ্গালুরুতে চাঁদের হাট বসতে চলেছে। ভারতের সর্বকালের সেরা অ্যাথলিট নীরজ তো আছেনই, সঙ্গে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সও থাকতে পারেন। আসবেন অলিম্পিক পদকপ্রাপ্ত জুলিয়াস ইয়েগোরও। উপস্থিত থাকবেন প্রাক্তন অলিম্পিক চ্য়াম্পিয়ন থমাস রোলার, আমেরিকান জ্য়াভলিন থ্রোয়ার কার্টিস থম্পসনও। এছাড়াও রোহিত যাদব সহ বেশ কয়েকজন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার অংশ নেবেন এই ইভেন্টে।