AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ellyse Perry: দুর্দান্ত পারফরম্যান্সেও হারের হতাশা, আরসিবির মহিলা দলের ‘ডিভিলিয়ার্স’ এলিস পেরি

WPL 2023: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এবি ডিভিলিয়ার্স যে ভূমিকা পালন করতেন, মেয়েদের টিমের হয়ে সেই ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে এলিস পেরিকে। এলিসের মধ্যে ডিভিলিয়ার্সকে খুঁজে পাচ্ছেন আরসিবি সমর্থকরা।

Ellyse Perry: দুর্দান্ত পারফরম্যান্সেও হারের হতাশা, আরসিবির মহিলা দলের 'ডিভিলিয়ার্স' এলিস পেরি
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Mar 14, 2023 | 11:25 AM
Share

কলকাতা: দল হারের সরণী থেকে বেরতে পারছে না। অথচ অলরাউন্ড পারফরম্যান্সে তাক লাগিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এলিস পেরি (Ellyse Perry)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের অন্যতম সেরা ক্রিকেটার ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৫২ রানের ইনিংস খেলেছিলেন। সোমবার রাতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে আরসিবিকে মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম জয় তুলে দেওয়ার জোর প্রয়াস চালালেন পেরি। ৫২ বলে অপরাজিত ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন (WPL 2023)। তাঁর ব্যাটেই দিল্লি ক্যাপিটালসকে ১৫০ রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয় আরসিবি (RCB)। অথচ দিনের শেষে সেই ঝোড়ো ইনিংস কাজেই লাগল না। ৬ উইকেটে হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছ আরসিবি। ডাগ আউটে এলিস পেরির হতাশ মুখ দেখে ক্রিকেট সমর্থকদের হৃদয় ভেঙে যাচ্ছে। নেটিজেনদের মনে পড়ে যাচ্ছে এবি ডিভিলয়ার্সের কথা। পারফরম্যান্স থেকে ভাগ্য – সবেতেই যেন মিলে যাচ্ছেন ডিভিলিয়ার্স ও পেরি। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

আইপিএল থেকে ডব্লিউপিএল। ভাগ্য যেন সঙ্গ দিতেই চায় না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের। পছন্দের ক্রিকেটাররা লাল-কালো জার্সি গায়ে চড়ালেই ফ্যানদের হতাশ হতে হয়। দীর্ঘ বছর ধরে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সরা দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে ঢোকেনি ট্রফি। ঠোঁট আর কাপের মধ্যে দূরত্বটা রয়েই গিয়েছে। আরসিবি-র সমর্থকরা ডব্লিউপিএলে মহিলা দলকে নিয়ে ভীষণ আশাবাদী ছিলেন। দলে তারকার ছড়াছড়ি। কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই ভুল ভাঙল। আইপিএলের ছায়া দেখা গিয়েছে ডব্লিউপিএলেও। স্মৃতি মান্ধানার মধ্যে বিরাট কোহলির ছায়া যেমন দেখছেন সমর্থকরা, তেমনই এলিস পেরির মধ্যে খুঁজে পাচ্ছেন এবি ডিভিলিয়ার্সকে।

ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধ ৫২ রানের ইনিংস খেলেছিলেন পেরি। এরপর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অপরাজিত ৬৭ রানের ইনিংস। পেরির ইনিংসে মুগ্ধ ক্রিকেট সমর্থকরা। টুইটারে অজি অলরাউন্ডারের পারফরম্যান্সের প্রশংসার বন্যা বইছে। অলরাউন্ড পারফরম্যান্সে পেরি তাক লাগিয়ে দিলেও দলগত পারফরম্যান্সে হারের হতাশা বজায় থেকেছে পাঁচ নম্বর ম্যাচেও। পরপর পাঁচ ম্যাচে হার। এখনও ডব্লিউপিএলে জয়ের খাতা খুলতে পারেনি আরসিবি।