Hardik Pandya: ‘হট’ অনন্যার সঙ্গে নাচ হার্দিক পান্ডিয়ার, বিদ্রুপের শিকার রিয়ান পরাগ!

Watch Video: হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে অনন্যা পান্ডে নাচ করেছেন অম্বানিদের বিয়ের অনুষ্ঠানে। তার জন্য রিয়ান পরাগ আলোচনায়। শুনে অবাক লাগতেই পারে। তা হলে বিষয়টা পরিস্কার করা যাক।

Hardik Pandya: 'হট' অনন্যার সঙ্গে নাচ হার্দিক পান্ডিয়ার, বিদ্রুপের শিকার রিয়ান পরাগ!
Hardik Pandya: 'হট' অনন্যার সঙ্গে নাচ হার্দিক পান্ডিয়ার, বিদ্রুপের শিকার রিয়ান পরাগ!
Follow Us:
| Updated on: Jul 13, 2024 | 3:41 PM

কলকাতা: হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রিয়ান পরাগ (Riyan Parag)। তিনি জিম্বাবোয়ে সফরে গিয়েছেন। অসমের প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের জার্সিতে খেলার রেকর্ড গড়েছেন। সিকান্দার রাজাদের বিরুদ্ধে প্রথম ২টো টি-২০ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন রিয়ান। কিন্তু তাতে ছাপ রাখতে পারেননি। ডেবিউ ম্যাচে মাত্র ২ রান করেছিলেন। পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। আর সিরিজের তৃতীয় ম্যাচে তো তিনি একাদশে সুযোগই পাননি। চতুর্থ ম্যাচে সুযোগ পাবেন? উত্তর নেই এখনও। তা হলে কেন তিনি আলোচনায়? আসলে এ বার এক অন্য কারণে তিনি শিরোনামে। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে অনন্যা পান্ডে নাচ করেছেন অম্বানিদের বিয়ের অনুষ্ঠানে। তার জন্য রিয়ান পরাগ আলোচনায়। শুনে অবাক লাগতেই পারে। তা হলে বিষয়টা পরিস্কার করা যাক।

আসলে চলতি বছরের মে মাসের শেষের দিকে রিয়ান পরাগের এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল তিনি ইউটিউবে সার্চ করেছিলেন অনন্যা পান্ডে হট, সারা আলি খান হট। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো বিদ্যুৎগতিতে ভাইরাল হয়েছিল। এ বার নেটিজ়েনরা রিয়ান পরাগের সেই সার্চ হিস্ট্রিকেই কেন্দ্র করে তাঁকে বিঁধলেন।

শুক্রবার, ১২ জুলাই হার্দিক পান্ডিয়া উপস্থিত ছিলেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে। সেখানে তাঁকে বেশ খোশমেজাজে দেখা যায়। বলিউডের তারকা অনন্যা পান্ডে, রনবীর সিংদের সঙ্গে তাঁকে নাচ করতেও দেখা গিয়েছে। এক ভিডিয়োয় তো হার্দিককে টাকিলা শট চাইতেও দেখা যায়। হার্দিকের সঙ্গে অনন্যার নাচের ভিডিয়োতে কেউ কেউ রিয়ান পরাগকে টেনে এনেছেন। এক X ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, ‘পরাগ জিম্বাবোয়ে থেকে দেখছেন।’ সঙ্গে রয়েছে রিয়ান পরাগের হাততালি দেওয়ার একটি GIF।