AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2024: ৬ মাস পর বিশ্বকাপ, তৈরি হয়নি স্টেডিয়াম! ভারত-পাকিস্তান ম্যাচ হবে তো?

এই প্রথম বার মার্কিন মুলুকে বসছে বিশ্বকাপের আসর। সেখানকার একাধিক স্টেডিয়ামে চলছে সংস্কারের কাজ। আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামের মাঠে হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। শুধু এই হাইভোল্টেজ ম্যাচটি যে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামের মাঠে হবে তেমনটা নয়। এখানে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

T20 World Cup 2024: ৬ মাস পর বিশ্বকাপ, তৈরি হয়নি স্টেডিয়াম! ভারত-পাকিস্তান ম্যাচ হবে তো?
৬ মাস পর বিশ্বকাপ, তৈরি হয়নি স্টেডিয়াম! ভারত-পাকিস্তান ম্যাচ হবে তো?Image Credit: ICC
| Updated on: Jan 18, 2024 | 4:11 PM
Share

কলকাতা: এই প্রথম বার মার্কিন মুলুকে বসছে বিশ্বকাপের আসর। সেখানকার একাধিক স্টেডিয়ামে চলছে সংস্কারের কাজ। আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামের মাঠে হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। শুধু এই হাইভোল্টেজ ম্যাচটি যে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামের মাঠে হবে তেমনটা নয়। এখানে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আইসিসির প্রধান জিওফ অ্যালার্ডিস জানিয়েছেন, আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উন্মোচন করতে পেরে তাঁরা উত্তেজিত। অবশ্য এখনও এই স্টেডিয়াম পুরোপুরি সুসজ্জিত হয়নি। ৬ মাস পর বিশ্বকাপ। তার আগে এই স্টেডিয়াম তৈরি হবে তো?

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি নাসাউ কাউন্টি ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামের একাধিক ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা দেখার পর নেটিজ়েনদের একটাই প্রশ্ন, ওই মাঠ কি আদৌ উপযুক্ত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের জন্য? এক ঝলকে দেখে নিন সেই স্টেডিয়ামের ভাইরাল হওয়া ছবি-ভিডিয়ো—

আসলে টি-২০ বিশ্বকাপের আগে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামকে মডিউলার স্টেডিয়াম বানানো হচ্ছে। যেখানে একসঙ্গে ৩৪ হাজার দর্শক গ্যালারি থেকে ম্যাচ উপভোগ করতে পারবেন। তিন মাসের মধ্যে এই স্টেডিয়াম সংস্করণের কাজ পূর্ণ হওয়ার কথা। ম্যানহাটন থেকে ৩০ মাইল পূর্বে এই ভেনু। যাতায়াতে সুবিধে এবং পার্কিংয়ের ক্ষেত্রেও থাকছে বিশেষ সুবিধে। ওই ভেনু থেকে তিনটি রেল স্টেশন কাছে। অর্থাৎ সেখানে বিশ্বকাপের ম্যাচ দেখতে আসা দর্শকদের ক্ষেত্রে সুবিধে হবে।

টি-২০ বিশ্বকাপের জন্য যে ভাবে সেজে উঠছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়াম —

  • ৩৪ হাজার দর্শকাসন।
  • থাকছে বিশেষ অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা।
  • ফ্যান জোন।
  • বিভিন্ন ধরনের খাবার ও পানীয়র আউটলেট।
  • অত্যাধুনিক মিডিয়া ও সম্প্রচার জোন।