নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে যথেষ্ট চ্যালেঞ্জের সামনে পড়তে হবে, এমনটা প্রত্যাশিতই ছিল। তবে ফল বিপক্ষে যাবে, এমনটা হয়তো আশা করেননি বেশির ভাগ ভারতীয় ক্রিকেট প্রেমী। বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে পার্থক্য গড়ে দিয়েছিল একটা ইনিংস। বৃষ্টির কারণে টেস্টের প্রথম দিন খেলাই হয়নি। আর দ্বিতীয় দিন খেলা শুরু হতেই বিপর্যয়। মাত্র ৪৬ রানেই অলআউট ভারত। চোটের কারণে খেলতে পারেননি শুভমন গিল। যে কারণে ব্যাটিং অর্ডারে ব্যাপক রদবদল করতে হয়। ম্যাচে চোট পান ঋষভ পন্থ। পুনে টেস্টের আগে জোড়া প্রশ্ন ভারতীয় শিবিরে। পন্থ এবং শুভমন। গম্ভীরের সহকারীর যা ইঙ্গিত, পন্থ খেলবেন, ফিরবেন শুভমনও।
ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার। প্রথম ম্যাচে ঘাড়ে সমস্যার জন্য খেলতে পারেননি শুভমন গিল। শেষ মুহূর্তে কম্বিনেশন বদলাতে হয়। শুভমন না থাকায় তিনে ব্যাট করেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ৭০ করেন। অন্য দিকে, ঋষভ পন্থ ম্যাচের দ্বিতীয় দিনের শেষ দিকে হাঁটুতে পুরনো জায়গায় নতুন করে চোট পান। এরপরই মাঠ ছাড়েন। গত ম্যাচে এরপর শুধু ব্যাটিংয়ের জন্যই নেমেছিলেন পন্থ। কিপিং করেছিলেন ধ্রুব জুরেল।
পুনেতে এ দিন সাংবাদিকদের মুখোমুখি হন গম্ভীরের সহকারী রায়ান টেন দুশখাতে। শুভমন ও পন্থকে নিয়ে বলছেন, ‘ঋষভ ফিট রয়েছে। যতদূর মনে পড়ে, রোহিত ওর চোটের জায়গা ছুঁয়ে দেখেছিল। নড়াচড়ায় একটু সমস্যা হচ্ছিল। তবে পুনেতে কিপিং করতে পারবেন, এই ভরসা রয়েছে।’ শুভমন গিল প্রসঙ্গে বলেন, ‘বেঙ্গালুরুতেও নেট সেশনে ব্যাট করেছিল। একটু অস্বস্তি ছিল। তবে এই ম্যাচে ফিরতে পারবে বলেই মনে করছি।’ যদিও দু-দিনের প্র্যাক্টিসে ওদের একশো শতাংশ ফিটনেস না দেখে গৌতম গম্ভীর কিংবা রোহিত শর্মা যে সিদ্ধান্ত নেবেন না, বলাই যায়। চোট নিয়ে খেলা মানেই ঝুঁকি বাড়বে।