ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। শুরুতেই হোঁচট। বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে খেলা শুরুই করা যায়নি। দ্বিতীয় দিন খেলা শুরু হল ভারতের হতাশায়। দিন শেষেও অস্বস্তি। প্রথম ইনিংসে ভারত মাত্র ৪৬ রানেই অলআউট। ঘরের মাঠে এটিই ভারতের সর্বনিম্ন স্কোর। জবাবে নিউজিল্যান্ড ইতিমধ্যেই ১৮০ রান তুলে নিয়েছে। উইকেট পড়েছে মাত্র ৩টি। স্বাভাবিক ভাবেই ব্যাকফুটে ভারত। চিন্তা বাড়িয়েছে ঋষভ পন্থের চোট। যা নিয়ে রোহিতের মুখেও আশঙ্কার কথা।
দিনের খেলার শেষ দিকে রবীন্দ্র জাডেজার একটি ডেলিভারি ঋষভ পন্থের হাঁটুতে লাগে। ২০২২ সালের ডিসেম্বরে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। নতুন জীবন পেয়েছিলেন। দীর্ঘ চোট সারিয়ে আইপিএলের গত সংস্করণে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয় তাঁর। নিউজিল্যান্ড সিরিজ শেষেই অস্ট্রেলিয়ায় যাবে ভারতীয় দল। পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি। পুরনো জায়গায় নতুন চোটে ঋষভের প্রস্তুতি নিয়ে আশঙ্কা থাকছে।
দিনের খেলা শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘ওর নিক্যাপে বল লেগেছে। যেখানে অস্ত্রোপচার হয়েছিল সেখানেই। হাঁটু ফুলে গিয়েছে। ঝুঁকি এড়াতেই ওকে তুলে নেওয়া হয়। যেহেতু বড় রকমের অস্ত্রোপচার হয়েছিল, আমরাও ঝুঁকি নিতে চাইনি, ঋষভও না। দেখা যাক, কালকের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে।’ হাঁটু ফুলে যাওয়াটা কোনও অংশে আশার বার্তা নয়। মাঠে ছটফট করছিলেন ঋষভ। ফিজিও দ্রুত মাঠে আসেন। দু-জনের কাঁধে হাত রেখে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রার্থনা, চোট যেন গুরুতর না হয়।
🗣️ The ball hit Rishabh Pant on his knee cap. He has a bit of swelling on it, and the muscles are a bit tender.#TeamIndia Captain Rohit Sharma shares an update on the Pant’s on-field injury#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/PPSY5lcdZk
— BCCI (@BCCI) October 17, 2024