ভারতীয় ব্যাটিং লাইন আপে এখন দীর্ঘ ফরম্যাটে গুরুত্বপূর্ণ মুখ লোকেশ রাহুল। ওয়ান ডে ক্রিকেটে প্রথম চয়েস কিপার-ব্যাটার। টেস্টে রোহিতের অবসরে ওপেনিং স্লট পাকাপাকি ভাবে লোকেশ রাহুলের। এত দিন ওপেন করেছেন, প্রয়োজনে মিডল অর্ডারেও দেখা গিয়েছে। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। এর মধ্যে লোকেশ রাহুল যেমন আলোচনায়, অনেক বেশি আলোচনা বিরাট কোহলিকে নিয়ে। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। TV9 গ্লোবাল সামিটে ক্রিকেট নিয়ে নানা কথা বললেন সুনীল শেট্টি।
দুবাইতে চলছে News9 Global Summit 2025। নানা বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন। সেখানেই ক্রিকেট নিয়ে কথা বলেন বলিউড তারকা সুনীল শেট্টি। তাঁর আরও একটা পরিচয় বলা যায়, ভারতীয় দলের ক্রিকেটার লোকেশ রাহুলের শ্বশুর। সেখানে যেমন জামাইকে নিয়ে কথা বললেন, তেমনই বিরাট কোহলির টেস্ট অবসর নিয়েও। আইপিএলের মাঝেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত ও বিরাট। কিং কোহলির টেস্ট অবসর যে বিরাট বড় ক্ষতি, এমনটাই মত সুনীল শেট্টির।
টিভি নাইন নেটওয়ার্ডের CEO এবং MD বরুণ দাসের সঙ্গে আলোচনায় বিরাটের অবসর প্রসঙ্গে সুনীল শেট্টি বলেন, ‘ক্রীড়াবিদদের ফিটনেসের কথা বললে বিরাট কোহলি সবচেয়ে বড় উদাহরণ। একজন আনফিট ছেলে থেকে সবচেয়ে ফিট ব্যক্তিত্ব হয়ে উঠেছে। এই দুর্দান্ত ফিটনেস নিয়ে ৩৫-৩৬ বছরেও অনবদ্য খেলে চলেছে। এটা টেস্ট ক্রিকেটের ক্ষতি যে বিরাট কোহলি আর এই ফরম্যাটে খেলবে না।’
লোকেশ রাহুলকে নিয়ে সুনীল শেট্টি বলেন, ‘ওর কাছে দেশের হয়ে খেলাটাই সব। দেশের জার্সিতে সর্বস্ব দিয়ে খেলে। ওকে যদি কখনও জিজ্ঞেস করা হয়, কোন পজিশনে ব্যাটিং ভালো লাগে, ওর একটাই উত্তর, জার্সিতে যখন ভারতের পতাকা থাকে, এর চেয়ে গর্বের কিছু হয় না।’ ব্যাটিং অর্ডারে যে কোনও পজিশনেই যে খেলতে প্রস্তুত, সেটাই বারবার বলে থাকেন রাহুল।
ভারতীয় ব্যাটিং লাইন আপে এখন দীর্ঘ ফরম্যাটে গুরুত্বপূর্ণ মুখ লোকেশ রাহুল। ওয়ান ডে ক্রিকেটে প্রথম চয়েস কিপার-ব্যাটার। টেস্টে রোহিতের অবসরে ওপেনিং স্লট পাকাপাকি ভাবে লোকেশ রাহুলের। এত দিন ওপেন করেছেন, প্রয়োজনে মিডল অর্ডারেও দেখা গিয়েছে। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। এর মধ্যে লোকেশ রাহুল যেমন আলোচনায়, অনেক বেশি আলোচনা বিরাট কোহলিকে নিয়ে। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। TV9 গ্লোবাল সামিটে ক্রিকেট নিয়ে নানা কথা বললেন সুনীল শেট্টি।
দুবাইতে চলছে News9 Global Summit 2025। নানা বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন। সেখানেই ক্রিকেট নিয়ে কথা বলেন বলিউড তারকা সুনীল শেট্টি। তাঁর আরও একটা পরিচয় বলা যায়, ভারতীয় দলের ক্রিকেটার লোকেশ রাহুলের শ্বশুর। সেখানে যেমন জামাইকে নিয়ে কথা বললেন, তেমনই বিরাট কোহলির টেস্ট অবসর নিয়েও। আইপিএলের মাঝেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত ও বিরাট। কিং কোহলির টেস্ট অবসর যে বিরাট বড় ক্ষতি, এমনটাই মত সুনীল শেট্টির।
টিভি নাইন নেটওয়ার্ডের CEO এবং MD বরুণ দাসের সঙ্গে আলোচনায় বিরাটের অবসর প্রসঙ্গে সুনীল শেট্টি বলেন, ‘ক্রীড়াবিদদের ফিটনেসের কথা বললে বিরাট কোহলি সবচেয়ে বড় উদাহরণ। একজন আনফিট ছেলে থেকে সবচেয়ে ফিট ব্যক্তিত্ব হয়ে উঠেছে। এই দুর্দান্ত ফিটনেস নিয়ে ৩৫-৩৬ বছরেও অনবদ্য খেলে চলেছে। এটা টেস্ট ক্রিকেটের ক্ষতি যে বিরাট কোহলি আর এই ফরম্যাটে খেলবে না।’
লোকেশ রাহুলকে নিয়ে সুনীল শেট্টি বলেন, ‘ওর কাছে দেশের হয়ে খেলাটাই সব। দেশের জার্সিতে সর্বস্ব দিয়ে খেলে। ওকে যদি কখনও জিজ্ঞেস করা হয়, কোন পজিশনে ব্যাটিং ভালো লাগে, ওর একটাই উত্তর, জার্সিতে যখন ভারতের পতাকা থাকে, এর চেয়ে গর্বের কিছু হয় না।’ ব্যাটিং অর্ডারে যে কোনও পজিশনেই যে খেলতে প্রস্তুত, সেটাই বারবার বলে থাকেন রাহুল।