Nicolas Pooran : পুরানের পেটে, হাতে অমন চিহ্ন এঁকে দিলেন কে? নেপথ্যে ভারতীয় ক্রিকেটার!
রবিবার ভারতীয় দলকে শেষ টি ২০ ম্যাচে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালের পর ভারতের বিরুদ্ধে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয় ক্যারিবিয়ানদের।
কলকাতা : ‘যুদ্ধ’ জিতেছেন। ভারতকে ৩-২ ব্যবধানে টি ২০ সিরিজে হারিয়ে যুদ্ধজয়ের চিহ্ন দেখালেন নিকোলাস পুরান (Nicolas Pooran)। ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটার টি ২০ সিরিজে দারুণ ফর্মে ছিলেন। মেজর লিগ ক্রিকেটের ফাইনালে শতরান হাঁকিয়ে জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন পুরান। ক্যারিবিয়ানদের সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখলেন তিনি (Ind vs WI)। পাঁচ ম্যাচের টি ২০তে সর্বাধিক রান এবং সিরিজ সেরার পুরস্কার জিতেছেন তিনি। ভারতকে হারিয়ে সোমবার একটি টুইট করেন পুরান। ছবিতে জার্সি উপরের দিকে তুলে রেখেছন তিনি। দেখা যাচ্ছে পুরানের পেটে বড় অংশ জুড়ে লাল ক্ষত হয়ে রয়েছে। বাঁ হাতের কনুইয়ের নিচেও রয়েছে ক্ষত। কে বা কারা এমন অবস্থা করল পুরানের? এমন চিহ্ন যাঁরা ‘উপহার’ দিয়েছেন ক্যাপশনে তাঁদের নাম উল্লেখ করেছেন ক্যারিবিয়ান তারকা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
রবিবার ভারতীয় দলকে শেষ টি ২০ ম্যাচে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালের পর ভারতের বিরুদ্ধে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয় ক্যারিবিয়ানদের। অথচ আইসিসি ব়্যাঙ্কিংয়ে ভারতের থেকে নিচে অবস্থান ওয়েস্ট ইন্ডিজের। ওডিআই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ একটি দল ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে দিয়ে হইচই ফেলে দিয়েছে। শেষ টি ২০তে ৩৫ বলে ৪৭ রানের ইনিংস খেলেছেন নিকোলাস পুরান। ভারতের হারিয়ে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধজয়ের চিহ্ন সকলকে দেখালেন।
The after effects 😂 thank you brandon king and arsdeep. pic.twitter.com/7jOHS46NSr
— NickyP (@nicholas_47) August 14, 2023
ক্যাপশনে পুরান লিখেছেন, “এগুলো হল আফটার এফেক্ট। ব্রেন্ডন সিং এবং অর্শদীপ সিংকে ধন্যবাদ।” শেষ ম্যাচে সতীর্থ ব্রেন্ডন কিংয়ের শট পুরানের বাঁ হাতে গিয়ে লেগেছিল। এর পাশাপাশি অর্শদীপ সিংয়ের ডেলিভারি তাঁর পেটে গিয়ে লাগে। নিকোলাসের টুইট দেখে মালুম হচ্ছে, সিরিজ জয়ের আনন্দের কাছে এই আঘাতের যন্ত্রণাও ফিকে হয়ে গিয়েছে।