Nitish Kumar Reddy: ঘষে মেজে রেখেছিলেন হার্দিক পান্ডিয়া, তাঁরই পরামর্শে সফল নীতীশ কুমার রেড্ডি!

হার্দিক পান্ডিয়া যেহেতু লাল বলের ক্রিকেট থেকে দূরে, তাই ভারতীয় দল এক পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে ছিল। নীতীশকে দিয়ে সেই শূন্যস্থান পূরণের পরিকল্পনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই কোথাও গিয়ে ভারতীয় ক্রিকেট মহলে অনেকেই বলছেন, লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে হার্দিকের জায়গা নিয়েছেন নীতীশ।

Nitish Kumar Reddy: ঘষে মেজে রেখেছিলেন হার্দিক পান্ডিয়া, তাঁরই পরামর্শে সফল নীতীশ কুমার রেড্ডি!
ঘষে মেজে রেখেছিলেন হার্দিক পান্ডিয়া, তাঁরই পরামর্শে সফল নীতীশ!Image Credit source: Hardik Pandya X
Follow Us:
| Updated on: Oct 29, 2024 | 2:35 PM

কলকাতা: ভারতীয় ক্রিকেটে সম্পদ মনে করা হয় পেস বোলিং অলরাউন্ডারকে। সম্প্রতি বছর একুশের নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) জাতীয় দলে অভিষেক হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যাটে-বলে ভালো পারফর্ম করেছেন তিনি। পেস বোলিং অলরাউন্ডার হওয়ায় ইতিমধ্যেই তিনি ভারতীয় টিমের সুদূরপ্রসারী ভাবনায় ঢুকে পড়েছেন। অজি সফরে ভারতীয় টিমে ডাকও পেয়েছেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) যেহেতু লাল বলের ক্রিকেট থেকে দূরে, তাই ভারতীয় দল এক পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে ছিল। নীতীশকে দিয়ে সেই শূন্যস্থান পূরণের পরিকল্পনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই কোথাও গিয়ে ভারতীয় ক্রিকেট মহলে অনেকেই বলছেন, লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে হার্দিকের জায়গা নিয়েছেন নীতীশ। আর নীতীশ নিজে কী বলছেন?

ছেলেবেলা থেকে বিরাট কোহলিকে নিজের আদর্শ মনে করেন নীতীশ কুমার রেড্ডি। আর বরাবর স্বপ্ন দেখেন একজন ভালো অলরাউন্ডার হয়ে ওঠার। ডান হাতি ব্যাটার বাংলাদেশের বিরুদ্ধে কয়েকদিন আগে ভারতের মাটিতে হওয়া টি-২০ সিরিজে দলের হয়ে অবদান রেখেছিলেন। শুধু তাই নয়, বল হাতেও সাফল্য পেয়েছিলেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করার সময় তাঁকে নানা টিপস দিয়ে সাহায্য করেছিলেন হার্দিক পান্ডিয়া। তাই বলা যায়, হার্দিক ঘষে মেজে রেখেছিলেন, তাঁরই পরামর্শে সফল হয়েছেন নীতীশ।

হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নীতীশ কুমার রেড্ডি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তিনি সবসময় আমার পাশে ছিলেন। আমি যখন বোলিং করছিলাম, তিনি মিড অফে এসে বুঝিয়ে দিচ্ছিলেন যে কীভাবে এই ধরনের উইকেটে বল করতে হয়। কীভাবে একটি নির্দিষ্ট ব্যাটারকে বল করতে হবে। ইয়র্কার কাকে দিলে কাজে দেবে আর স্লোয়ার কাকে দিলে কাজ করবে, সেটা বোঝাচ্ছিলেন তিনি। আমাকে বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি বুঝতেও পারছিলেন কী অবস্থায় রয়েছি আমি।’

নীতীশের কথা থেকে পরিষ্কার হার্দিক ও তাঁর সমীকরণ বেশ ভালো। তরুণ অলরাউন্ডারকে পরামর্শ দিতে কোনও কার্পন্যও করেননি হার্দিক।