Pakistan Cricket: এ কী কাণ্ড! অস্ট্রেলিয়ায় গিয়ে মাল বইতে হল বাবর-রিজওয়ানদের
Pakistan Tour of Australia: চলতি ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন বাবর-রিজওয়ানরা। নতুন বছরের শুরু অবধি চলবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার এই তিন ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যেই অজি সফরে গিয়েছে পাক ক্রিকেট টিম। কিন্তু সে দেশে পৌঁছেই হেনস্থার শিকার হতে হয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে বাবর-রিজওয়ানদের সেই ছবি-ভিডিয়ো। আসল ঘটনা কী?
সিডনি: ভারতের মাটিতে হওয়া ওডিআই বিশ্বকাপে ব্যর্থ হয়েছিল বাবর আজমের পাকিস্তান (Pakistan)। এ বার সেই ব্যর্থতা ভুলে নতুন ভাবে শুরু করার পথে গ্রিন আর্মি। চলতি ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ (Test Series) খেলবেন বাবর-রিজওয়ানরা। নতুন বছরের শুরু অবধি চলবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার এই তিন ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যেই অজি সফরে গিয়েছে পাক ক্রিকেট টিম। কিন্তু সে দেশে পৌঁছেই হেনস্থার শিকার হতে হয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে বাবর-রিজওয়ানদের সেই ছবি-ভিডিয়ো। আসল ঘটনা কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
💥 No official from the Pakistan embassy or Australia was present to receive Pakistani cricket team at Sydney airport in Australia.
💥 Pakistani cricketers have started to work as a coolie at an Australian airport. 😭😭 pic.twitter.com/ps806PXM9P
— The Random Guy (@RandomTheGuy_) December 2, 2023
প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া গিয়েছেন বাবর আজমরা। সেখানে পৌঁছনোর পর পাকিস্তানের ক্রিকেটারদের স্বাগত জানানোর জন্য কেউ ছিলেন না। পাক ক্রিকেটারদের নিজেদের জিনিসপত্র নিজেদেরই ট্রাকে তুলতে হয়। সেই সময় বিমানবন্দরে অস্ট্রেলিয়া বোর্ডের কোনও আধিকারিক ছিলেন না। পাকিস্তানের দূতাবাস থেকেও কেউ আসেননি। যে কোনও ক্রিকেট টিম কোনও সিরিজের জন্য অন্য কোনও দেশে গেলে, সেখানকার বিমানবন্দরে সাধারণত দলের কর্মীরা ক্রিকেটারদের মালপত্র টিম বালে তুলে দেন। পুরো বিষয়টা দেখেন টিমের ম্যানেজার ও স্থানীয় ম্যানেজার। কিন্তু সিডনিকে পাকিস্তান টিম পৌঁছনোর পর এমন কিছুই দেখা যায়নি। তাই নিজেদের জিনিসপত্র নিজেরাই ট্রাকে তোলেন।
Pak Team Reached Australia🤍 Rizwan ne sab ka Saman Load keya👀 So humble and down to earth personality he has ❤#PakistanCricketTeam #PAKvsAUS #AUSvPAK #BabarAzam𓃵 #PakistanCricket #BabarAzam #BabarAzamIsMyCaptain pic.twitter.com/jq2zWAtvOM
— Abdullah Zafar (@Arain_417) December 1, 2023
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে পাক দলের সিনিয়র ক্রিকেটার মহম্মদ রিজওয়ান নিজের জিনিসপত্র ট্রাকে তুলছেন। এবং সতীর্থদেরও মালপত্র ট্রাকে তুলে দিতে দেখা গিয়েছে রিজওয়ানকে। পাকিস্তানের নতুন টেস্ট টিমের অধিনায়ক শান মাসুদকেও একই কাজ করতে দেখা গিয়েছে। ভিডিয়োর শেষে দেখা গিয়েছে সমর্থকদের নিজস্বীর আব্দারও মিটিয়েছেন রিজওয়ানরা। পাকিস্তান ক্রিকেট টিম এর আগে কখনও অস্ট্রেলিয়ায় কোনও টেস্ট সিরিজ জেতেনি। এ বার সেই ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়ে সিডনিতে খেলতে গিয়েছেন অধিনায়ক শান মাসুদ।