IPL 2025, RCB: আইপিএলের মঞ্চে টেস্টের বিদায়? চিন্নাস্বামীতে বিরাটকে স্পেশাল গিফট ভক্তদের!

Indian Premier League: বিরাট টেস্ট খেলবেন না ঠিকই, কিন্তু তাঁকে বিদায় জানাবেন না তাঁর ভক্তরা, তা হয় নাকি! কিংবদন্তিদের জন্য বিদায়ী ম্যাচের আয়োজন করা হয়। চিন্নাস্বামীতে বিরাটের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করলেন বিরাটের ভক্তরা। কী সেই উপহার?

IPL 2025, RCB: আইপিএলের মঞ্চে টেস্টের বিদায়? চিন্নাস্বামীতে বিরাটকে স্পেশাল গিফট ভক্তদের!
Image Credit source: PTI FILE

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 13, 2025 | 9:40 PM

কলকাতা: টেস্ট ক্রিকেট থেকে সদ্য বিদায় নিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। সামনেই ইংল্য়ান্ড সফরে যাবে ভারত। তার আগেই এ এক বিরাট ধাক্কা। বিরাট কোহলি না থাকা মানে ভারতীয় টিমকে নতুন করে ভাবতে হবে। তাঁর বিকল্প এখনই তৈরি করা কঠিন কাজ। বিরাট টেস্ট খেলবেন না ঠিকই, কিন্তু তাঁকে বিদায় জানাবেন না তাঁর ভক্তরা, তা হয় নাকি! কিংবদন্তিদের জন্য বিদায়ী ম্যাচের আয়োজন করা হয়। চিন্নাস্বামীতে বিরাটের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করলেন বিরাটের ভক্তরা। কী সেই উপহার?

আইপিএল শুরুর পর থেকে টানা ১৮ বছর ধরে বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট। হয়তো দিল্লিতে জন্ম, হয়তো মুম্বইয়ে থাকেন, তাও বিরাটের জন্য সেকেন্ড-হোম বেঙ্গালুরু। আর সেটা বেঙ্গালুরুর হয়ে এই দীর্ঘ সময় খেলার সুবাদেই। ১৮ বছরে একবারও আইপিএল জিততে পারেনি আরসিবি। তা সত্ত্বেও বেঙ্গালুরুর হাত কখনওই ছেড়ে দেয়নি ফ্যানেরা। সেই ফ্যানেরাই এবার বিশেষ উপহার দিতে চলেছে বিরাটকে। একটি পোস্ট করে বিরাট বলেছেন, টেস্ট ক্রিকেটকে নিজের সব কিছু দিয়েছেন বিরাট। পেয়েছেন তার চেয়েও বেশি। আইপিএলের মাঝেই টেস্ট থেকে অবসরের এমন সিদ্ধান্ত নিয়েছেন। ৭ দিনের জন্য স্থগিত রয়েছে আইপিএল। ১৭ই মে চালু হতে চলেছে আইপিএল। ওইদিন বেঙ্গালুরু ও কেকেআরের ম্য়াচ রয়েছে চিন্নাস্বামীতে। আর সেই দিনই টেস্টের সাদা পোশাকে বেঙ্গালুরুকে সমর্থন করতে গ্যালারিতে উপস্থিত থাকবেন ভক্তরা।

ভারতীয় টেস্ট ক্রিকেটকে পুনরুজ্জীবিত করেছিলেন বিরাট। টেস্ট ক্রিকেটেও মাঠে তাঁর উপস্থিতি, আগ্রাসন যেন ম্য়াচের পেস বাড়িয়ে দিত। তাঁর জনপ্রিয়তার জন্য টেস্ট ক্রিকেটেও গ্যালারি ভরে উঠতে দেখা যেত। তাঁর অবসর নেওয়ায় ভারতীয় টেস্ট ক্রিকেটে অনেক বড় ফাঁকা স্থান তৈরি হয়ে গেল। চিন্নাস্বামীর রঙিন মাঠে সাদা জার্সিতে বেঙ্গালুরুকে সমর্থনের মাধ্য়মে বিরাটের অবদানের প্রতি সম্মান জানাতে চায় ভক্তরা। সাদা জার্সি পরে সবাই সে দিন মাঠে আসবেন। পিঠে লেখা থাকবে বিরাট কোহলি। ভারতের এই প্রজন্মের সেরা ব্যাটারের এর থেকে ভালো গিফট আর কী হতে পারত!