AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Champions Trophy 2025: দুবাইয়ের মাঠে ধুয়ে মুছে সাফ ‘আয়োজক’ পাকিস্তান! হতবাক শোয়েব আখতার

ICC Champions Trophy: কিউয়িদের মিনি বিশ্বকাপ ফাইনালে হারানোর দিন দুবাইয়ের মাঠে পাকিস্তানকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিল ভারত। কিন্তু কীভাবে?

ICC Champions Trophy 2025: দুবাইয়ের মাঠে ধুয়ে মুছে সাফ 'আয়োজক' পাকিস্তান! হতবাক শোয়েব আখতার
দুবাইয়ের মাঠে ধুয়ে মুছে সাফ 'আয়োজক' পাকিস্তান! হতবাক শোয়েব আখতার Image Credit: Matthew Lewis-ICC/ICC via Getty Images
| Updated on: Mar 10, 2025 | 2:13 PM
Share

দুবাই: মরুশহরে অপরাজিত থেকে মিনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। এই নিয়ে ভারতে এল তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। কিউয়িদের হারানোর দিন দুবাইয়ের মাঠে পাকিস্তানকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিল ভারত। কিন্তু কীভাবে? আসলে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান (Pakistan)। অথচ ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে পাকিস্তানের কোনও প্রতিনিধি ছিলেন না। যা দেখেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন পাক তারকা শোয়েব আখতারও।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া এবং তাঁদের সঙ্গে ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর রজার টোয়স। জয় শাহ ট্রফি তুলে দেন রোহিতের হাতে। রজার বিনি পরিয়ে দেন সকল ভারতীয় ক্রিকেটারদের গলায় মেডেল। মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধিকে না দেখতে পেয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে। সেই তালিকায় পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটারের পাশাপাশি রয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেসও।

নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারানোর দিন শোয়েব আখতার নিজের এক্স হ্যান্ডেলে এক ভিডিয়োতে বলেন, “আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও সদস্য পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন না। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। আর সেখানে পাকিস্তানের কেউ কেন ট্রফি দিতে ওখানে গেল না, আমি বুঝতে পারলাম না। আমার ভাবনার বাইরে। মনে হয় এটা নিয়ে ভাবা উচিত। বিশ্বমঞ্চে উপস্থিত থাকা প্রয়োজন ছিল। কিন্তু দুঃখজনক হলেও এটাই ঠিক যে, আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও সদস্যকে সেখানে দেখতে পেলাম না। এটা দেখে খারাপ লাগল।”

এরই মাঝে জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখ্য অপারেটিং অফিসার এবং টুর্নামেন্টের ডিরেক্টর সুমায়ের আহমেদ সৈয়দ দুবাইতে ছিলেন। সাধারণত বিশ্বব্যাপী ইভেন্ট হলে আইসিসি ঠিক করে মঞ্চে কে উপস্থিত থাকবেন। একে আয়োজক হওয়ার পরও পাকিস্তানে টুর্নামেন্ট খেতে যায়নি ভারত, তার উপর চ্যাম্পিয়ন হওয়ার পরও সে দেশের কোনও প্রতিনিধিকে দেখা গেল না পুরস্কার বিতরণী মঞ্চে। যা নিয়ে চলছে বিরাট আলোচনা।