
সূর্যকুমার যাদবের নেতৃত্বে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ভারত। ওয়ান ডে সিরিজেও রোহিতের নেতৃত্বে শুরুটা ভালো হল। নাগপুরে প্রথম ওয়ান ডে-তে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারাল ভারত। তবে এর মধ্যেও সবচেয়ে বড় অস্বস্তি রোহিত শর্মার পারফরম্যান্স। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ, অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি। এমনকি রঞ্জি ট্রফিতেও রান পাননি ক্যাপ্টেন রোহিত শর্মা। ফরম্যাট বদলালে ফর্মও বদলে যেতে পারে, এমন প্রত্যাশাই ছিল। যদিও রোহিতের ইনিংস ২ রানেই শেষ। ইংল্যান্ড সিরিজ শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফি। চোটের কারণে প্রথম ওয়ান ডে-তে খেলতে পারেননি বিরাট। রান পাননি রোহিত। ম্যাচ শেষে যা বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিমের টার্গেট নিয়ে রোহিত বলেন, ‘বিশেষ কোনও টার্গেট নেই। সার্বিক ভাবে সব বিভাগে উন্নতি করাই লক্ষ্য। সব কিছু যাতে ঠিক থাকে সেদিকেই নজর। আলাদা করে কোনও পরিকল্পনা বা পাওয়ার নেই। ব্যাটিং হোক বা বোলিং, সব বিভাবেই যাতে ঠিকঠাক থাকে চেষ্টা করতে হবে। আজকের ম্যাচে সবই ঠিক গিয়েছে। তবে শেষ দিকে পরপর উইকেট হারানোটা ঠিক হয়নি বলেই মনে হয়েছে।’
জয়ের দোড়গোড়ায় পৌঁছে পরপর তিন উইকেট হারিয়েছে ভারত। সেটাই অস্বস্তিতে রেখেছে ক্যাপ্টেন রোহিত শর্মাকে। যোগ করেন, ‘না হলে হয়তো আরও ভালো হত। তবে আবারও বলছি, প্রত্যেকেই চেষ্টা করেছে প্রতিপক্ষ বোলারদের উপর চাপ তৈরি করতে। আর সেটা করতে গিয়ে উইকেট পড়াটা অস্বাভাবিক নয়।’ দলের জয়ে সার্বিক ভাবে খুশি রোহিত। বলছেন, ‘প্রায় ছ-মাস পর এই ফরম্যাটে খেলছি। দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই আসল। আশাকরি, সেটা আমরা পারব।’