বিরাট-রোহিত বিতর্ক, ‘কেউই টিমের উর্ধ্বে নয়’, বলছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

২০১৫ সাল থেকে দু'বছরের জন্য বিসিসিআইয়ের (BCCI) প্রেসিডেন্ট ছিলেন তিনি। সুপ্রিম কোর্টের রায়ে সরে যেতে হয়েছিল। সেই তিনিই এখন আবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। বিরাট কোহলি-রোহিত শর্মা বিতর্কে ঢুকে অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। স্পষ্ট বলে দিলেন, কেউই খেলার উর্ধ্বে নন।

বিরাট-রোহিত বিতর্ক, 'কেউই টিমের উর্ধ্বে নয়', বলছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী
বিরাট-রোহিত বিতর্ক, 'কেউই টিমের উর্ধ্বে নয়', বলছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2021 | 4:21 PM

নয়াদিল্লি: ২০১৫ সাল থেকে দু’বছরের জন্য বিসিসিআইয়ের (BCCI) প্রেসিডেন্ট ছিলেন তিনি। সুপ্রিম কোর্টের রায়ে সরে যেতে হয়েছিল। সেই তিনিই এখন আবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। বিরাট কোহলি-রোহিত শর্মা বিতর্কে ঢুকে অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। স্পষ্ট বলে দিলেন, কেউই খেলার উর্ধ্বে নন।

‘খেলো ইন্ডিয়া’র অনূর্ধ্ব ২১ মেয়েদের হকি টুর্নামেন্টের উদ্বোধনে গিয়ে অনুরাগ বলেছেন, ‘খেলার থেকে কেউ বড় নয়। কোন প্লেয়ারের সঙ্গে কার সমস্যা, কোন ম্যাচে জটিলতা বেড়েছে, তা আমি বলতে পারব না। এটা খুঁজে দেখা নির্দিষ্ট সংস্থার কাজ। কী ভাবে সেটা সামলাবে, সেটা ওদের উপরেই নির্ভর করছে। আর সেটাই একমাত্র পথ।’

গত আটচল্লিশ ঘণ্টা ধরে একের পর এক বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে ভারতীয় ক্রিকেটে। বিরাট বনাম রোহিত থেকে রোহিতের ক্যাপ্টেন্সি খেলবেন না বলে বিরাটের ওয়ান ডে সিরিজ থেকে ছুটি নিয়ে নেওয়া। আর তা নিয়ে তুমুল আলোড়ন পড়ে গিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বিরাট আজ প্রেস মিটে সব খুল্লামখুল্লা বলে দিয়েছেন। আর তারপর, বিরাট যে রাজনীতির শিকার হয়েছিলেন, তা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে ক্রিকেটমহলের কাছে।

‘টেস্ট টিম বাছার দেড় ঘণ্টা আগে জানতে পেরেছিলাম, আমি ওয়ান ডে টিমের ক্যাপ্টেন নই।’ বিরাটের এই মন্তব্য রীতিমতো সুনামি তুলেছে ভারতীয় ক্রিকেটে। দেশের ক্রিকেট ইতিহাসে আর কোন ক্যাপ্টেন এমন ভাবে বোর্ডকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেননি। ওয়ান ডে ক্যাপ্টেন্সি হারানোর পর থেকেই বিরাটকে ঘিরে সহানুভূতির ঝড় বইছে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে তিনি মুখ খুলতেই বিরাটের প্রতি সহানুভূতি আরও বেড়েছে। এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে, দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ সফরে কি ভারত টিম হিসেবে মেলে ধরতে পারবে নিজেদের? বিতর্কের যা বহর, তাতে সম্ভাবনা খুব কম।

আরও পড়ুন: Virat Kohli Press Conference: প্রোটিয়া সফরের আগে কী বললেন কোহলি?

আরও পড়ুন: Virat Kohli Press Conference: টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে জেনেছিলাম ওয়ান ডে-তে আমি অধিনায়ক নই: বিরাট

আরও পড়ুন: ICC Women’s World Cup 2022: পাকিস্তান ম্যাচ দিয়ে ওয়ান ডে বিশ্বকাপ শুরু মিতালিদের