Noman Ali: মুলতানে ইতিহাস পাক স্পিনারের, ‘ওল্ড ইজ গোল্ড’ প্রমাণ করলেন নোমান আলি

Jan 25, 2025 | 1:25 PM

৩৮ বছর বয়সে পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের নজির গড়েছেন নোমান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিন এই নজির গড়েন তিনি।

Noman Ali: মুলতানে ইতিহাস পাক স্পিনারের, ওল্ড ইজ গোল্ড প্রমাণ করলেন নোমান আলি
Noman Ali: মুলতানে ইতিহাস পাক স্পিনারের, 'ওল্ড ইজ গোল্ড' প্রমাণ করলেন নোমান আলি
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: মুলতানে ইতিহাস পাকিস্তানের স্পিনার নোমান আলির (Noman Ali)। ৩৮ বছর বয়সে পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের নজির গড়েছেন নোমান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিন এই নজির গড়েন তিনি। সবচেয়ে বয়ষ্ক ক্রিকেটার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের মাইলস্টোনে দ্বিতীয় স্থানে এ বার নোমান। এই তালিকায় শীর্ষে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। তিনি ৩৮ বছর ১৩৯ দিনে অজিদের বিরুদ্ধে টেস্টে হ্যাটট্রিক নিয়েছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট মুলতান টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। পাক তারকা নোমান আলির ছয় উইকেটের সুবাদে ১৬৩ রানে প্রথম ইনিংসে অলআউট ক্যারিবিয়ানরা। ১২তম ওভারে পরপর তিন উইকেট তুলে নেন নোমান। প্রথমে জাস্টিন গ্রেভেস (১), এরপর যথাক্রমে তেভিন ইমালচ (০) ও কেভিন সিনক্লেয়ারকে (০) ফেরান নোমান। গুডাকেশ মোতির ৫৫ রান, জোমেল ওয়ারিকান ৩৬* ও কেমার রোচের ২৫ রানের সুবাদে প্রথণ ইনিংসে ১৬৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

এই খবরটিও পড়ুন

১৫.১ ওভার বল করে ৩টি মেডেনসহ ৪১ রান খরচ করেছেন নোমান। তিনি ক্যারিবিয়ানদের মোট ৬টি উইকেট তুলে নেন। এ ছাড়া পাকিস্তানের হয়ে ২টি উইকেট নিয়েছেন সাজিদ খান। ১টি করে উইকেট নিয়েছেন কাশিফ আলি ও আবরার আহমেদ। ৩৮ বছর ১১০ দিন বয়সে প্রথম পাক স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক নেওয়ার কীর্তি গড়েছেন নোমান আলি। বয়স যে স্রেফ সংখ্যা মাত্র তা ২২ গজে দিনে দিনে প্রমাণ করছেন নোমান।

Next Article