Harmanpreet Kaur: স্কুলছাত্রীর মতো ভুল! ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারকে জবাব হরমনপ্রীতের

ICC Women’s T20 World Cup, Nasser Hussain: এমন অনেক ক্রিকেটারকেই দেখেছি, রান নেওয়ার সময় ক্রিজে ব্য়াট আটকে গিয়েছে এবং রান আউট হয়েছে। আমি এটাকে দুর্ভাগ্য়জনক হিসেবেই দেখি।

Harmanpreet Kaur: স্কুলছাত্রীর মতো ভুল! ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারকে জবাব হরমনপ্রীতের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2023 | 3:57 PM

কেপটাউন: চোখ ভিজে রয়েছে। সানগ্লাস দিয়ে ঢাকছেন হরমনপ্রীত কৌর। ক্য়াপ্টেনের পরিস্থিতি দেখে ভেঙে পড়েছেন বাকিরাও। এমনটাই স্বাভাবিক হরমনপ্রীতের কাছে। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ দু-বার ভারতীয় দলকে ওডিআই বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। কিন্তু দু-বারই রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কিংবদন্তি মিতালি রাজকে। হরমনপ্রীতের ক্ষেত্রেও পরিস্থিতি অনেকটা এক। ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, কমনওয়েলথ গেমসের ফাইনাল এবং এ বার আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। একই ঘটনার পুনারাবৃত্তি। চোখের জল ধরে রাখা খুবই কঠিন। এর পর যদি কারও তীর্যক মন্তব্য় শুনতে হয়! খারাপ লাগাটা বাড়তে বাধ্য। বিস্তারিত TV9Bangla-য়।

বোর্ডে ১৭৩ রানের বড় লক্ষ্য। পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারানো। তবু হাল ছাড়েনি ভারত। হরমনপ্রীত কৌর এবং জেমাইমা রডরিগজ মরিয়া লড়াই চালান। জেমাইমা ফিরতেই সাময়িক চাপ। হরমনপ্রীত বিধ্বংসী একটা ইনিংস খেলেন। ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করেন। এরপরই গণ্ডগোল। জর্জিয়া ওয়্যারহ্য়ামের বোলিংয়ে সুইপ করে ২ রান নিতে যান। বেথ মুনির থ্রো ধরেন উইকেট রক্ষক অ্যালিসা হিলি। ক্রিজের ঠিক সামনে ব্য়াট আটকে যাওয়ায় রান আউট থেকে বাঁচতে পারেননি ভারত অধিনায়ক। ধারাভাষ্যে হরমনপ্রীতের রান আউটকে ‘স্কুলছাত্রীর মতো ভুল’ বলে ব্য়াখ্য়া করেন ইংল্য়ান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। দুর্ভাগ্য়জনক রান আউট এবং হারের পর এমন মন্তব্য় হতাশাজনক।

সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। নাসের হুসেনের মতো কিংবদন্তি যখন ম্যাচ চলাকালীন এ ধরনের মন্তব্য় করেন, সেটা কতটা চাপের? হরমনপ্রীত বলেন, ‘উনি এমনটা বলেছেন? আমি ঠিক জানি না। এটা যার যার ভাবনা। এটা কখনও স্কুলছাত্রর মতো ভুল বলে মনে করি না। অনেক সময় এমন হয়। এমন অনেক ক্রিকেটারকেই দেখেছি, রান নেওয়ার সময় ক্রিজে ব্য়াট আটকে গিয়েছে এবং রান আউট হয়েছে। আমি এটাকে দুর্ভাগ্য়জনক হিসেবেই দেখি। এই ম্যাচের পরিস্থিতিকেও সে ভাবেই দেখছি।’