AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI, IPL 2024: রোহিত-হার্দিক নন, মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে জাডেজা দেখতে চাইছেন কাকে?

আইপিএলের নিলাম হতে হাতে আর ২ সপ্তাহও নেই। ১২ ডিসেম্বর অবধি আইপিএল ফ্র্য়াঞ্চাইজিগুলোর কাছে সুযোগ থাকছে ট্রেডিংয়ের। এই পরিস্থিতিতে প্রতিদিনই শোনা যাচ্ছে কোনও না কোনও ক্রিকেটার নিজের ফ্র্যাঞ্চাইজি থেকে ট্রেডে যাচ্ছেন অন্যান্য দলে। ২০২৪ এর আইপিএলের নিলামের আগে যে ক্রিকেটার ট্রেড নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, তা হল গুজরাট টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যাওয়া হার্দিক পান্ডিয়াকে নিয়ে।

MI, IPL 2024: রোহিত-হার্দিক নন, মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে জাডেজা দেখতে চাইছেন কাকে?
MI, IPL 2024: রোহিত-হার্দিক নন, মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে জাডেজা দেখতে চাইছেন কাকে?
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 12:05 AM
Share

মুম্বই: আইপিএলের নিলাম (IPL Auction) হতে হাতে আর ২ সপ্তাহও নেই। ১২ ডিসেম্বর অবধি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে সুযোগ থাকছে ট্রেডিংয়ের। এই পরিস্থিতিতে প্রতিদিনই শোনা যাচ্ছে কোনও না কোনও ক্রিকেটার নিজের ফ্র্যাঞ্চাইজি থেকে ট্রেডে যাচ্ছেন অন্যান্য দলে। ২০২৪ এর আইপিএলের নিলামের আগে যে ক্রিকেটার ট্রেড নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, তা হল গুজরাট টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যাওয়া হার্দিক পান্ডিয়াকে নিয়ে। মুম্বই হার্দিককে নেওয়ার পর থেকেই আলোচনা শুরু হয় রোহিতের পর হয়তো দলের নেতা হিসেবে ভাবা হচ্ছে হার্দিককে। এই পরিস্থিতিতে জাডেজা অবশ্য আগামী আইপিএলে রোহিত (Rohit Sharma) বা হার্দিক (Hardik Pandya) কাউকেই মুম্বইয়ের নেতা হিসেবে চাইছেন না। তাহলে MI পল্টনের ক্যাপ্টেন হিসেবে কাকে দেখছেন জাডেজা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বেশ চোটপ্রবণ। ওডিআই বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক। যে কারণে বাকি বিশ্বকাপে তাঁর আর খেলা হয়নি। সম্প্রতি তাঁর জন্য এক হাই পারফরম্যান্স প্রোগ্রামের ব্যবস্থা করেছে বিসিসিআই ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। বোর্ড হার্দিকের মাঠে ফেরা নিয়ে কোনও তাড়াহুড়ো চায় না। এ বার দেশের প্রাক্তন অধিনায়ক অজয় জাডেজা বলেছিলেন, হার্দিক বিরল প্রতিভা। তাঁর কথায়, ‘এতটাই বিরল প্রতিভা (হার্দিক) যে মাঠে দেখাটাও বিরল। সত্যিই ওকে কবে দেখা যায়, সেটা বোঝাও বেশ কঠিন।’ এ বার এক চ্যানেলে অজয় জাডেজা বলেছেন, তিনি আগামী আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার জায়গায় দেখতে চান সূর্যকুমার যাদবকে।

অজয় জাডেজার কথায়, ‘আইপিএল ২০২৪ এর মরসুম থেকে রোহিত শর্মা বিশ্রাম নিতে চাইলে সূর্যকুমার যাদব মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতে পারেন।’ কারণ, অজয় জাডেজা মনে করেন, ২০২৪ সালে যেহেতু টি-২০ বিশ্বকাপ রয়েছে তাই রোহিত এবং যে ক্রিকেটাররা আইসিসির ওই মেগা ইভেন্টে খেলবেন, তাঁদের আইপিএলের পুরো মরসুমে খেলা উচিত নয়। আর তেমনটা হলেই তাঁরা টি-২০ বিশ্বকাপে জ্বলে উঠতে পারবেন।