Ishan Kishan : তিন অর্ধশতরানে সিরিজ সেরা, তবু খুশি নন ঈশান কিষাণ
Ind vs WI : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচে লাগাতার তিন অর্ধশতরান করেন ঈশান। সূচনা দারুণ হলেও তিনবারই বড় স্কোর গড়তে পারেননি তিনি। এতেই অসন্তুষ্ট বাঁ হাতি ব্যাটার।
ত্রিনিদাদ : ক্যারিবিয়ানে ওডিআই সিরিজে দুরন্ত পারফরম্যান্স তরুণ ওপেনার ঈশান কিষাণের (Ishan Kishan)। ৩ ম্যাচের সিরিজে তিনটি অর্ধশতরানের ইনিংস খেলেছেন। পারেননি। ৩ ইনিংসে ৬১.৩৩ গড়ে মোট ১৮৪ রান করেন। প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার গিয়েছে তাঁরই ঝুলিতে। এতেও সন্তুষ্ট নন তিনি। এর পিছনে প্রধান কারণ হল বড় স্কোর গড়তে না পারা। তিনটি ইনিংসেই অর্ধশতরানকে শতরানে বদলে দিতে পারেননি তিনি। সিরিজ সেরার পুরস্কার হাতে নিয়ে ঈশান জানিয়েছেন, ফিনিশিং নিয়ে খুশি নন তিনি। ক্রিজে সেট হয়ে যাওয়ার পর তাঁর আরও বড় স্কোর গড়া উচিত ছিল। তাঁর নিজের এবং দলের সিনিয়রদের তেমনটাই মনে হয়। ঈশান বলেছেন, ভবিষ্যতে সেট হয়ে যাওয়ার পর বড় ইনিংস খেলার চেষ্টা করবেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতীয় দল তৃতীয় ওডিআই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। ঈশান কিষাণ সিরিজের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার। তাই প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার গিয়েছে তাঁরই ঝুলিতে। পুরস্কার হাতে ঈশান বলেছেন, “নিজের ফিনিশিং নিয়ে আমি খুশি নই। সেট হয়ে যাওয়ার পর আমার বড় স্কোর গড়া উচিত ছিল। সিনিয়ররা আমকে সেটাই বলেছিলেন। আমার বড় স্কোর গড়া উচিত ছিল। পরের বার সেটাই লক্ষ্য থাকবে। সেট হয়ে যাওয়ার পর বড় স্কোর গড়ব। অতীতে কী করেছি সেটা ভুলে শূন্য থেকে শুরু করব।”
3️⃣ ODIs 3️⃣ Fifty-plus scores 1️⃣8️⃣4️⃣ Runs
Ishan Kishan was impressive & consistent with the bat and won the Player of the Series award ? ?#TeamIndia | #WIvIND pic.twitter.com/cXnTGCb73t
— BCCI (@BCCI) August 1, 2023
সতীর্থ-বন্ধু শুভমন গিলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ঈশান। তিনি বলেন, “গিল দারুণ এক প্লেয়ার। আমি দেখেছি ও বল কীভাবে মিডল করে। ওকে দেখে আমিও আত্মবিশ্বাস পাই। এই পর্যায়ে জেতাটা খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচগুলি থেকে শিক্ষা নেওয়াটা প্রয়োজন। সবাইকে পজেটিভ দেখিয়েছে। আমি এখানে কিছু কিছু টুর্নামেন্ট খেলেছি। তাই জানি এখানে কীভাবে খেলতে হয়। আগামী বছরের টি-২০ বিশ্বকাপ নিয়ে মোটেও ভাবছি না। বরং আগামী দিনের টুর্নামেন্টগুলির দিকে মনোযোগ দেওয়া জরুরি। কারণ একটি টুর্নামেন্ট আপনার জীবন বদলে দিতে পারে। আমরা সেদিকেই মনোযোগ দিচ্ছি।”