Rinku Singh: কেকেআর নিয়ে ভাবছেন না ক্যাপ্টেন রিঙ্কু সিং! আর কী বলছেন?

Dec 20, 2024 | 5:30 PM

Kolkata Knight Riders Captaincy: ভারতীয় ক্রিকেটারদের অনেকেই সদ্য সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন। এ বার বিজয় হাজারে ওয়ান ডে ট্রফি। শনিবার শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি। খেলবেন কেকেআরের তারকা রিঙ্কু সিংও। তাঁর কাঁধে এ বার আরও বড় দায়িত্ব।

Rinku Singh: কেকেআর নিয়ে ভাবছেন না ক্যাপ্টেন রিঙ্কু সিং! আর কী বলছেন?
Image Credit source: PTI FILE

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এখনও অনেক দেরি। রিটেনশন, মেগা অকশন অবশ্য সম্পন্ন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গুছিয়ে নিয়েছেন। কোন দলে কে ক্যাপ্টেন হবেন, সেটাও অনেকটাই নিশ্চিত। হাতে গোনা দু-একটি ফ্র্যাঞ্চাইজির শুধু সরকারি ঘোষণা বাকি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তারকা প্লেয়ারদের কাছে যেমন আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে, তেমনই ঘরোয়া ক্রিকেটেও নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। ভারতীয় ক্রিকেটারদের অনেকেই সদ্য সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন। এ বার বিজয় হাজারে ওয়ান ডে ট্রফি। শনিবার শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি। খেলবেন কেকেআরের তারকা রিঙ্কু সিংও। তাঁর কাঁধে এ বার আরও বড় দায়িত্ব।

কলকাতা নাইট রাইডার্স এ বার ছয় জন প্লেয়ারকে রিটেন করেছিল। তখন থেকেই জল্পনা রিঙ্কু সিংকে ক্যাপ্টেন করা হতে পারে। মেগা অকশনের পর অবশ্য চিত্রটা বদলেছে পরপর। মেগা অকশনের প্রথম দিন ভেঙ্কটেশ আইয়ারের জন্য অলআউট ঝাঁপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তখন মনে করা হয়েছিল, তাঁকেই ক্যাপ্টেন করার পরিকল্পনা নাইটদের। নিলামের দ্বিতীয় দিন অজিঙ্ক রাহানের মতো অভিজ্ঞ ব্যাটারকে নিয়েছে কেকেআর। তারপরই লড়াইটা ত্রিমুখী হয়ে দাঁড়িয়েছে। ক্যাপ্টেন্সিতে এগিয়ে অজিঙ্ক রাহানেই। তবে রিঙ্কু কিংবা ভেঙ্কটেশের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে রিঙ্কুর সাম্প্রতিক ঘটনাবলী।

উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগে এ বার নেতৃত্ব দিয়েছিলেন রিঙ্কু সিং। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে উত্তর প্রদেশের নেতৃত্বে ছিলেন ভুবনেশ্বর কুমার। বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের নেতৃত্বে রিঙ্কু সিং। সে কারণেই মনে করা হচ্ছে, তাঁর ক্যাপ্টেন্সি মনিটর করা হবে এবং কেকেআরের ভাবনাতেও থাকবে। রিঙ্কু সিং নিজে বলছেন, কেকেআরের ক্যাপ্টেন্সি নিয়ে ভাবনছেন না। ১৩ কোটিতে রিটেন করা হয়েছে রিঙ্কুকে।

এই খবরটিও পড়ুন

বিজয় হাজারে ট্রফি শুরুর আগে বলছেন, ‘আগামী আইপিএলে কেকেআরের ক্যাপ্টেন্সি নিয়ে একেবারেই ভাবছি না। এখন আমার ফোকার উত্তর প্রদেশ। ২০১৫-২০১৬ সালে এই টুর্নামেন্ট জিতেছিলাম। ক্যাপ্টেন হিসেবে এই টুর্নামেন্ট জেতাতে চাই।’ উত্তর প্রদেশ প্রিমিয়ার লিগে নেতৃত্বের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‘মিরাট ম্যাভেরিক্সকে নেতৃত্ব দেওয়া আমার কাছে দুর্দান্ত একটা সুযোগ ছিল। প্রত্যাশাপূরণ করতে পেরে ভালো লাগছে। ক্যাপ্টেন্সি উপভোগ করেছি। অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। বোলিংয়েও ফোকাস করছি। উত্তরপ্রদেশের ক্যাপ্টেন হিসেবে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমি এর জন্য প্রস্তুত।’

Next Article