AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WTC Final 2023 : দেশের ক্রিকেট বোর্ডকে একহাত বিশ্বকাপজয়ী অধিনায়কের

মেগা ফাইনালের আগে ভারতীয় দল ওয়ার্ম আপ ম্যাচ খেললেও অস্ট্রেলিয়া দল কোনও ওয়ার্ম আপ ম্যাচ খেলছে না। আর এতেই চটেছেন প্রাক্তন অজি অধিনায়ক অ্যালান বর্ডার।

WTC Final 2023 : দেশের ক্রিকেট বোর্ডকে একহাত বিশ্বকাপজয়ী অধিনায়কের
Image Credit: Twitter
| Edited By: | Updated on: May 25, 2023 | 7:00 AM
Share

সিডনি: ৭ জুন ওভালে ভারত-অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023)। এখন থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের উত্তাপের পারদ চড়তে শুরু করে দিয়েছে। ফাইনাল খেলতে ইংল্যান্ডে রওনা দিয়েছেন কোহলি-সিরাজরাও। মেগা ফাইনালে ফেভারিট কে? অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের মন্তব্য অবাক করার মতোই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া দলকে ঘিরে অশনি সংকেতই দেখছেন অ্যালান বর্ডার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরই ইংল্যান্ডে অ্যাসেজ খেলবে অস্ট্রেলিয়া। জুন মাসের ১৬ তারিখ থেকে শুরু অ্যাসেজ। ৬টা ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অস্ট্রেলিয়ার (India vs Australia) কাছে। মেগা ফাইনালের আগে ভারতীয় দল ওয়ার্ম আপ ম্যাচ খেললেও অস্ট্রেলিয়া দল কোনও ওয়ার্ম আপ ম্যাচ খেলছে না। আর এতেই চটেছেন প্রাক্তন অজি অধিনায়ক অ্যালান বর্ডার। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

এক সাক্ষাৎকারে অজি ক্রিকেট বোর্ডকে একহাত নিয়ে বর্ডার বলেন, ‘ম্যাচের থেকে আসল প্রস্তুতি আর কিছু হয়না। নেটে তুমি যতই সময় কাটাও, যতই পরিশ্রম কর, ম্যাচ টাইমের বিকল্প কিছু হয় না।’ ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘কোনও ম্যাচ না খেলেই আমরা অ্যাসেজ সফর করছি। এই সিদ্ধান্ত আমাকে অবাক করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেই অ্যাসেজে নেমে পড়তে হবে। আমি তো অশনি সংকেত দেখছি। আমার মনে হয়, অনেক আগেই ইংল্যান্ডে গিয়ে অনুশীলন ম্যাচ খেলা উচিত ছিল। আইপিএল, টি-টোয়েন্টি খেললেও ম্যাচ টাইম জরুরি। এতে দলের পক্ষে ভালো হত।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আর অ্যাসেজে থাকা বেশ কয়েকজন অজি ক্রিকেটার আইপিএলে ব্যস্ত। স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, মার্কাস হ্যারিসের মতো ক্রিকেটাররা ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলছেন। লাবুশানে আর হ্যারিস দু’জনেই রানের মধ্যে আছেন। সেঞ্চুরিও করেছেন দুই ক্রিকেটার। স্মিথ করেছেন সর্বোচ্চ ৮৯। প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠলেও, ট্রফি জিততে তৈরি অস্ট্রেলিয়া। কয়েক মাস আগেই ভারত সফরে এসে সিরিজ হেরেছে অজিরা। ওভালে সেই বদলা নিতে মরিয়া স্মিথরা।