Rishabh Pant: জরুরিকালীন ক্যাপ্টেন, আগ্রাসনেও ভারসাম্য রাখতে চান পন্থ!

গিলহীন ব্যাটিংয়ের দায়িত্ব সামলাতে হবে। দুরন্ত প্রতিপক্ষকে থামাতে হবে। আর সমতা ফেরাতে হবে সিরিজে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে ওয়াইটওয়াশ হয়ে গিয়েছিল ভারত। ইডেন ধরলে ০-৩ ফলাফল এখন ০-৪ হয়ে গিয়েছে।

Rishabh Pant: জরুরিকালীন ক্যাপ্টেন, আগ্রাসনেও ভারসাম্য রাখতে চান পন্থ!

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 21, 2025 | 3:55 PM

কলকাতা: শেষ পর্যন্ত চোট নিয়ে ছিটকেই গেলেন শুভমন গিল (Shubman Gill)। তাঁর বদলে ক্যাপ্টেন্সি করবেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ইডেনে প্রথম ম্যাচে হেরে সিরিজ ০-১ পিছিয়ে ভারত। এই পরিস্থিতিতে কি ভারতকে জয়ে ফেরাতে পারবেন পন্থ? এই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। মহেন্দ্র সিং ধোনির পর ভারতের কোন উইকেট টেস্ট ক্যাপ্টেন্সি করতে চলেছেন। গুয়াহাটিতে ইতিহাসে পা রাখবেন পন্থ। কিন্তু তাঁর জন্য অপেক্ষা করে থাকবে একাধিক চাপ। গিলহীন ব্যাটিংয়ের দায়িত্ব সামলাতে হবে। দুরন্ত প্রতিপক্ষকে থামাতে হবে। আর সমতা ফেরাতে হবে সিরিজে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে ওয়াইটওয়াশ হয়ে গিয়েছিল ভারত। ইডেন ধরলে ০-৩ ফলাফল এখন ০-৪ হয়ে গিয়েছে। কোচ গৌতম গম্ভীর যতই চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতুন, তাঁর উপর চাপ থাকছেই। কোচকে হাসি উপহার দেওয়ার দায়িত্বও নিতে হবে পন্থকে।

মাঠে নামার আগে পন্থ বলছেন, ‘যে কোনও ক্যাপ্টেনের কাছে একটা মাত্র ম্যাচ তেমন স্বস্তি দেয় না। কিন্তু আমি বোর্ডকে ধন্যবাদ দেব। বড় মঞ্চে নামার আগে যদি আপনি বেশি ভাবেন, অনেক সময় চাপ তৈরি হয়। যে কারণে আমি বেশি ভাবতে চাই না। একটা কঠিন টেস্ট ম্যাচ খেলে এসেছি। দ্বিতীয় ম্যাচটা জেতার জন্য যা যা দরকার, তাই করব।’

গিলের পরিবর্তে কে খেলবেন, তা ঠিক করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। তবে পন্থ সেই নাম জানাননি। জরুরিকালীন পরিস্থিতি ভারতের নেতৃত্বের দায় কাঁধে তুলে নেওয়া পন্থ বলছেন, ‘কে শুভমনের বদলে খেলবে, তা ঠিক করে ফেলা হয়েছে। আমি একদিকে যেমন স্বাভাবিকত্ব ধরে রাখতে চাই, একই সঙ্গে আগ্রাসনের সঙ্গে একটা ভারসাম্যও রাখতে চাই। একটা টিমকে জেতানোর জন্য সহজসরল ভাবে যা যা দরকার, সেটাই করব।’

শুভমন খেলতে চেয়েছিলেন। যে কারণে টিমের সঙ্গে গুয়াহাটিও গিয়েছিলেন। সেই তাগিদ মাথায় রাখছেন পন্থ। তাঁর কথায়, ‘শুভমন ভীষণ ভাবে খেলতে চেয়েছিল। শরীর না দিলেও দলের প্রতি দায়বদ্ধতা দেখাতে চেয়েছিল। এটাই আমাদের কাছ থেকে সবাই দেখতে চায়। গতকাল ওর কাছ থেকেই জানতে পেরেছি, আমাকে ক্যাপ্টেন্সি করতে হবে।’