IPL 2025: আইপিএল নিয়ে বোর্ডের প্ল্যান বি-এর মাঝেই ফিরছেন বিদেশি প্লেয়াররা!

Indian Premier League: ভারতীয় বোর্ড এখনও অবধি কোনও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে কি না, তা অবশ্য নিশ্চিত নয়। পুরনো সূচি অনুযায়ী ২৫ মে ফাইনাল হওয়ার কথা ছিল। মে মাসের মধ্যেই টুর্নামেন্ট কমপ্লিট করা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

IPL 2025: আইপিএল নিয়ে বোর্ডের প্ল্যান বি-এর মাঝেই ফিরছেন বিদেশি প্লেয়াররা!
Image Credit source: PTI

May 10, 2025 | 5:51 PM

ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের মোট ৭৪টি ম্যাচের মধ্যে ৫৭টি ম্যাচ হয়েছে। ধরমশালায় ৫৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। যদিও সীমান্তে উত্তেজনার জেরে পঞ্জাব ইনিংসের মাঝপথেই ম্যাচ থামিয়ে দেওয়া হয়। পয়েন্ট টেবলেও আপটেড করা হয়নি। প্রাথমিক ভাবে ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগিই হয়। যদিও এই ম্যাচ নিয়ে ধোঁয়াশা রয়েছে। আইপিএলের বাকি ম্যাচগুলি কবে হবে, পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্ল্যান বি-ও তৈরি বলে সূত্রের খবর। এর মধ্যেই অবশ্য ফিরে যেতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা।

প্ল্য়ান বি কী? যে সম্ভাবনার কথা টিভি নাইন বাংলা জানিয়েছিল, নির্দিষ্ট ভেনু বেছে নিয়ে টুর্নামেন্ট কমপ্লিট করা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সূত্র অনুযায়ী, বোর্ডের পরিকল্পনায় তিনটি শহর রয়েছে। তা হল বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দরাবাদ। সরকারের তরফে টুর্নামেন্ট এগনোর গ্রিন সিগন্যাল পেলে এই তিনটি ভেনুতে বাকি ম্যাচগুলি আয়োজন হতে পারে।

ভারতীয় বোর্ড এখনও অবধি কোনও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে কি না, তা অবশ্য নিশ্চিত নয়। পুরনো সূচি অনুযায়ী ২৫ মে ফাইনাল হওয়ার কথা ছিল। মে মাসের মধ্যেই টুর্নামেন্ট কমপ্লিট করা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বোর্ড সক্রিয় ভূমিকা রাখলেও দ্রুত টুর্নামেন্ট শুরু করার সমস্যাও রয়েছে। সূত্রের খবর, ফ্র্যাঞ্চাইজি কর্তাদের প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, টুর্নামেন্টের বাকি অংশ বছরের শেষ দিকে করা হতে পারে। বোর্ডের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যদি দ্রুতই গ্রিন সিগন্যাল মেলে বিদেশি প্লেয়ারদের ফেরানো। আইপিএল স্থগিতের পর থেকেই বিদেশি ক্রিকেটাররা দ্রুত ভারত ছাড়তে শুরু করেছিলেন। অনেকে চলেও গিয়েছেন। আজকের মধ্যে সমস্ত বিদেশি প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টাফদের দেশে ফিরে যাওয়ার কথা।

ফ্র্যাঞ্চাইজি কর্তারা অবশ্য আশাবাদী, বিদেশি প্লেয়ারদের ফেরাতে সমস্যা হবে না। এখানেও অবশ্য একটা সমস্যা রয়েছে। ১১ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল লর্ডসে। মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফলে এই দুই দেশের প্লেয়ারদের পাওয়া সমস্যার হতে পারে। পঞ্জাব ম্যাচটি ভেস্তে যাওয়া ধরলে আরও ১৬টি ম্যাচ বাকি রয়েছে। গ্রুপের বাকি ম্যাচগুলি ডাবল হেডার করলে দ্রুত শেষ করা যেতে পারে।