এ কী হল! কেন হল! কী ভাবে হল! অন ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবোরো যেন এটাই বোঝার চেষ্টা করছিলেন। রাওয়ালপিন্ডিতে চলছে পাকিস্তান বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথম বার টেস্টে পাকিস্তানকে হারিয়েছে তারা। দ্বিতীয় টেস্টে দু-দলই সমানে সমানে লড়াই করছে বলা যায়। প্রথম ইনিংসে ২৭৪ রান করেছে পাকিস্তান। জবাবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ ২৬২ রানে। আর এই ইনিংসেই পাকিস্তান ফিল্ডিংয়ের কমেডি অব এরর। যা দেখে আম্পায়ারের এমন পরিস্থিতি।
পাকিস্তানের ফিল্ডিং বরাবরই দর্শকদের ‘আনন্দ’ দিয়ে থাকে। এই টেস্টের তৃতীয় দিনও এমন পরিস্থিতি। মীর হামজার হাতে নতুন বল তুলে দিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। লেন্থ ডেলিভারি। বাংলাদেশ ওপেনার শাদমান ইসলামের ব্যাট ছুঁয়ে পঞ্চম স্লিপ ফিল্ডারের হাতে। সেখানে ছিলেন সাউদ শাকিল। যদিও ক্যাচ নিতে পারেননি। তাঁর হাতে বল বাউন্স খেয়ে চতুর্থ স্লিপের কাছে। সেখানে ছিলেন সায়াম আয়ুব। জাগল করে তিনিও ধরতে পারেননি। বল ফসকে তৃতীয় স্লিপ ফিল্ডার বাবর আজমের কাছে পড়ে। চেষ্টা করলেও বাবর আজমও ক্যাচ নিতে পারেননি।
অন ফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো একবার ডান দিকে ঝুঁকছে, আবার বাঁ দিকে। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না বলটা আদৌ ক্যাচ হয়েছে কিনা। দীর্ঘ পর্যবেক্ষণের পর বুঝতে পারেন বল ফসকে গিয়েছে। মুখে হাত দিয়ে অবাক হওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন অন ফিল্ড আম্পায়ার। তিনিও হয়তো প্রত্যাশা করেননি, এই ক্যাচও মিস হতে পারে! নয়তো শূন্য রানেই ফিরতেন বাংলাদেশের বাঁ হাতি ওপেনার শাদমান।
Pakistan Cricket Heritage pic.twitter.com/19j9XfapYr
— Danish (@PctDanish) August 31, 2024