Babar Azam: বিরাট-গেইলের রেকর্ডে ভাগ বসালেন পাক নেতা বাবর

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Mar 17, 2023 | 9:55 PM

PSL: পিএসএলের প্লে অফে লাহোর কালান্দার্সের বিরুদ্ধে খেলছে বাবর আজমের পেশোয়ার জালমি।

Babar Azam: বিরাট-গেইলের রেকর্ডে ভাগ বসালেন পাক নেতা বাবর
বিরাট-গেইলের রেকর্ডে ভাগ বসালেন পাক নেতা বাবর

ইসলামাবাদ: ক্রিকেট বিশ্বে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং পাকিস্তানের (Pakistan) বর্তমান অধিনায়ক বাবর আজমের (Babar Azam) তুলনা চলে সব সময়ই। বিভিন্ন রেকর্ডের দিক থেকে বিরাট এখনও বাবরের থেকে এগিয়ে রয়েছে। মাঝে মধ্যেই পাক নেতা কোহলির একাধিক রেকর্ড ভেঙে দেন বাবর। পাকিস্তান সুপার লিগ শেষের পথে। গদ্দাফি স্টেডিয়ামে চলছে পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের প্লে অফ ম্যাচ। এই ম্যাচের আগে প্রথম এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে ১২ রানে জেতে পেশোয়ার। সেই ম্যাচেই এক রেকর্ড গড়েছেন বাবর। আরও ভালো করে বললে, ওই ম্যাচে বিরাট কোহলি এবং ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন বাবর। কী সেই রেকর্ড? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

বিরাট-গেইলের কোন রেকর্ড ভাঙলেন বাবর?

টি-২০ ক্রিকেটে ৯ হাজার রান করা সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হলেন বাবর আজম। চলতি পিএসএলে প্রথম এলিমিনেটরে ২৮ বছর বয়সী পাক তারকা বাবর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ৯ হাজার রান পূর্ণ করেছেন। এই তালিকায় প্রথম স্থানে ছিলেন ক্রিস গেইল। দ্বিতীয় স্থানে ছিলেন বিরাট কোহলি। ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল টি-২০ ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করতে নিয়েছিলেন ২৪৯টি ইনিংস। সেখানে বাবর টি-২০ ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করতে নিয়েছেন ২৪৫টি ইনিংস। বিরাটের এই কীর্তি গড়তে লেগেছিল ২৭১টি ইনিংস।

টি-২০ ক্রিকেটে ৯০০০ রান করা ক্রিকেটারদের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। এই দুই অজি তারকার টি-২০ ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করতে লেগেছিল যথাক্রমে ২৭৩টি ইনিংস ও ২৮১টি ইনিংস।

সব চেয়ে কম ইনিংসে টি-২০ ক্রিকেটে ৯০০০ রান করা পাঁচ ক্রিকেটার হলেন –

১. বাবর আজম: ২৪৫টি ইনিংস

২. ক্রিস গেইল: ২৪৯টি ইনিংস

৩. বিরাট কোহলি: ২৭১টি ইনিংস

৪. ডেভিড ওয়ার্নার: ২৭৩টি ইনিংস

৫. অ্যারন ফিঞ্চ: ২৮১টি ইনিংস

উল্লেখ্য, ১৬তম ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে ৯০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন বাবর। তাঁর আগে এই রেকর্ড গড়েছিলেন যে তারকারা তাঁরা হলে – ক্রিস গেইল, শোয়েব মালিক, কায়রন পোলার্ড, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলস, রোহিত শর্মা, ব্রেন্ডন ম্যাকালাম, কলিন মুনরো, এবি ডিভিলিয়ার্স, জস বাটলার, ডেভিড মিলার, শিখর ধাওয়ান ও মার্টিন গাপ্টিল।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla