IND vs PAK: রবিবারের মেগা ডুয়েল, টস ভাগ্য সঙ্গ দিল না হরমনপ্রীতের; রানের পাহাড় দিতে চায় পাকিস্তান

Oct 06, 2024 | 3:57 PM

ICC Women's T20 World Cup 2024: একদিকে এ বারের টি-২০ বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা শুরু করা নিদা দাররা। আর অপরদিকে কিউয়িদের কাছে হেরে যাওয়া স্মৃতি মান্ধানারা। হ্যারিদের বড় রানের লক্ষ্য দিতে চায় পাকিস্তান। আর সেই টার্গেট তাড়া করে ম্যাচ জিততে চান রিচারা।

IND vs PAK: রবিবারের মেগা ডুয়েল, টস ভাগ্য সঙ্গ দিল না হরমনপ্রীতের; রানের পাহাড় দিতে চায় পাকিস্তান
IND vs PAK: রবিবারের মেগা ডুয়েল, টস ভাগ্য সঙ্গ দিল না হরমনপ্রীতের; রানের পাহাড় দিতে চায় পাকিস্তান
Image Credit source: X

Follow Us

কলকাতা: রবিবাসরীয় ভারত-পাক (India vs Pakistan) ম্যাচের অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। দুবাইতে টস ভাগ্য সঙ্গ দিল না ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের। টস জিতেছেন পাক অধিনায়ক ফতিমা সানা। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একদিকে এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) জয় দিয়ে যাত্রা শুরু করা নিদা দাররা। আর অপরদিকে কিউয়িদের কাছে হেরে যাওয়া স্মৃতি মান্ধানারা। হ্যারিদের বড় রানের লক্ষ্য দিতে চায় পাকিস্তান। আর সেই টার্গেট তাড়া করে ম্যাচ জিততে চান রিচারা। কেমন হল দুই দলের একাদশ? টস শেষে কী বললেন দুই ক্যাপ্টেন? জেনে নিন বিস্তারিত।

মেয়েদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে দুবাইতে টস জিতে পাক নেতা ফতিমা সানা বলেন, ‘ডায়ানা বেগ আজ একাদশে নেই। তিনি অসুস্থ বোধ করছেন। চিকিৎসাধীন রয়েছেন। আমরা এই ম্যাচটা জিততে চাই। একটা ভালো স্কোর খাড়া করতে চাই। এই ম্যাচটার জন্য মুখিয়ে রয়েছি।’

রবিবাসরীয় ভারত-পাক ম্যাচে টসের পর টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর বলেন, ‘টস জিতলে আমরা ব্যাটিং বাছতাম। একাদশে আজ একটা পরিবর্তন হচ্ছে। পূজা খেলবে না। হালকা চোট রয়েছে ওর। যে জায়গায় রয়েছি আমরা, তাতে পজিটিভ ভাবনা নিয়ে এগোতে চাই। বাউন্স ব্যাক করাই লক্ষ্য। একইসঙ্গে আমাদের লক্ষ্য পজিটিভ ক্রিকেটটা খেলা।’

Next Article