Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেট ICU-তে! যুক্তি দিয়ে বোঝালেন তাদের কিংবদন্তি

Pakistan Cricket Chaos: নিয়মরক্ষার শেষ ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। ভারত ফাইনালে ওঠায় ট্রফির ম্যাচও হয়েছে দুবাইতে। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বার চ্যাম্পিয়ন ভারত। এরই মাঝে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার বলছেন, তাঁদের দেশের ক্রিকেট আইসিইউতে!

Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেট ICU-তে! যুক্তি দিয়ে বোঝালেন তাদের কিংবদন্তি
Image Credit source: PTI FILE

Mar 11, 2025 | 11:49 PM

পাকিস্তান ক্রিকেট আইসিইউ-তে! এমনই মন্তব্য পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারের। ভারতের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপে হতাশার পারফরম্যান্স করেছিল পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও পরিস্থিতি বদলায়নি। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ছিল আয়োজক। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। এরপর দুবাইয়ে ভারতের কাছে হারে টুর্নামেন্ট থেকে বিদায়। নিয়মরক্ষার শেষ ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। ভারত ফাইনালে ওঠায় ট্রফির ম্যাচও হয়েছে দুবাইতে। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বার চ্যাম্পিয়ন ভারত। এরই মাঝে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার বলছেন, তাঁদের দেশের ক্রিকেট আইসিইউতে!

শাহিদ আফ্রিদি। পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার সে দেশের ক্রিকেট কেন আইসিইউ-তে তার যুক্তিও দিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। পাকিস্তান ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে যাবে। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিন ওয়ান ডে খেলবে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সিরিজ দিয়েই তার প্রস্তুতি শুরু বলে মনে করা হচ্ছে। টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন করা হয়েছে সলমন আলি আঘাকে। ভাইস ক্যাপ্টেন করে ফেরানো হয়েছে শাদাব খানকে।

সাংবাদিকদের প্রাক্তন পাক কিংবদন্তি শাহিদ আফ্রিদি বলছেন, ‘কোন ভিত্তিতে ওকে (শাদাব) দলে ফেরানো হল। ঘরোয়া ক্রিকেটেই বা ওর পারফরম্যান্স কী? ওকে দলে ফেরানোর আর কী কারণ থাকতে পারে! আমরা সবসময়ই সেরা প্রস্তুতির কথা বলে থাকি। কিন্তু বড় ইভেন্টে ব্যর্থ হই। দল নিয়ে কাঁটাছেঁড়া শুরু হয়। আসল বিষয় হল, পাকিস্তান ক্রিকেট এরকম ভুলভাল সিদ্ধান্তের কারণেই আইসিইউ-তে চলে গিয়েছে।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড, টিম ম্যানেজমেন্ট এবং তাদের সিদ্ধান্তে স্থির থাকতে না পারাকেও তুলে ধরেছেন আফ্রিদি। বলছেন, ‘বোর্ডের সিদ্ধান্ত এবং পরিকল্পনায় কোনও ধারাবাহিকতা নেই। আমরা নিয়মিত ক্যাপ্টেন কিংবা কিছু প্লেয়ারকে বদলে ফেলি। দিনের শেষে কর্তাদের কাছে কোনও জবাবই থাকে।’