Pakistan Cricket: ভারতের কাছে হারতেই পাকিস্তান ক্রিকেটে বিরাট পালাবদল!

India vs Pakistan in Champions Trophy 2025: দুবাইয়ে ভারতের কাছে হার। পাকিস্তানের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। এ দিন রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড জিততেই সরকারিভাবে টুর্নামেন্টে ছুটি হয়ে গেল পাকিস্তান ও বাংলাদেশের। গ্রুপে যদিও একটি করে ম্যাচ বাকি রয়েছে।

Pakistan Cricket: ভারতের কাছে হারতেই পাকিস্তান ক্রিকেটে বিরাট পালাবদল!
Image Credit source: PTI

Feb 24, 2025 | 10:43 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উত্তেজনায় ফুটছিল পাকিস্তান। আয়োজনের দায়িত্ব পেয়েছিল তারা। ২০১৭ সালে শেষ বার এই টুর্নামেন্ট হয়েছিল। ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান উদ্বোধনী ম্যাচেই হেরেছিল নিউজিল্যান্ডের কাছে। সেখানেই খাদের কিনারায় ছিল। এরপর দুবাইয়ে ভারতের কাছে হার। পাকিস্তানের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। এ দিন রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড জিততেই সরকারিভাবে টুর্নামেন্টে ছুটি হয়ে গেল পাকিস্তান ও বাংলাদেশের। গ্রুপ এ থেকে ভারতের পাশাপাশি নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত। গ্রুপে যদিও একটি করে ম্যাচ বাকি রয়েছে।

ভারতের কাছে হারের পরই বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল পাকিস্তানের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাবর আজমের মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছিল। ভারতের বিরুদ্ধে তিনি বড় রান পাননি। ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান বড় ইনিংস খেললেও বাবরের মতোই মন্থর। ভারতের কাছে হারের পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভিকে নিয়ে বিরক্তির পরিবেশ তৈরি হয়েছে সে দেশে। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই পাকিস্তান ক্রিকেটে ফের বড়সড় রদবদল হতে চলেছে, এমনটাই খবর।

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, অন্তর্বর্তী কোচের দায়িত্ব সামলানো আকিব জাভেদের পাশাপাশি পুরো কোচিং টিমকেই ছাঁটাই করা হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিমের এই পারফরম্যান্স। বোর্ড যদিও সিদ্ধান্ত নেয়নি সাদা ও লাল বলের ক্রিকেটের জন্য ভিন্ন হেড কোচ রাখা হবে কি না। তবে একটা বিষয় নিশ্চিত, বর্তমান কোচিং টিমকে ছাঁটাই করা হবে।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডে অবশ্য অন্য সমস্যাও রয়েছে। পিটিআইকে সেকথাও জানিয়েছেন বোর্ডের সেই সূত্র। বলেন, ‘বোর্ড যে ভাবে গত এক বছরে বারবার কোচ ও নির্বাচক বদল করেছে, নতুন কাউকে খুঁজে আনাটাও বড় চ্যালেঞ্জ হতে চলেছে।’ প্রাক্তন ক্রিকেটারদের মধ্যেই হেড কোচের খোঁজ চলবে বলেও সূত্রের খবর।